সীমিত আকারে চালু হলো ইন্টারনেট
Published : ১৫:৫৯, ২৪ জুলাই ২০২৪
দেশে সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যার পরে সচল হতে শুরু করে ইন্টারনেট। তবে মোবাইল ইন্টারনেট কবে চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সব পর্যায়ের ইন্টারনেট খুলে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশের সফটওয়্যার শিল্প হুমকির মুখে পড়েছে। দেশের সফটওয়্যার ও সেবা পণ্যের নির্মাতাদের সংগঠন বেসিস মঙ্গলবার (২৩ জুলাই) সংবাদ সম্মেলন করে জানিয়েছে, গত ৫ দিনে সফটওয়্যার খাতে ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে ইন্টারনেট না থাকায় বেশি ক্ষতির মুখে পড়েছে ফ্রিল্যান্সাররা। তারা কাজ হারানোর শঙ্কায় আছেন। যোগাযোগ বিচ্ছিন্নতা, সময় মতো কাজ ডেলিভারি দিতে না পারা এবং এবং কোনও রিপ্লাই দিতে না পারার কারণে ফ্রিল্যান্সাররা কাজ হারাতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা জানিয়েছেন, কারফিউ চলাকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থেকে অনেক ফ্রিল্যান্সার নেপালে চলে গেছেন। সেখানে গিয়ে তারা প্রাইমারি কাজগুলো করছেন, যোগাযোগ রক্ষা করে চলেছেন পক্ষগুলোর সঙ্গে।
প্রসঙ্গত, সরকার দেশের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুজব প্রতিরোধে গত বুধবার দেশের মোবাইল ইন্টারনেট এবং গত বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকায় চালু করা হচ্ছে ইন্টারনেট। শুরু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে।
এমএএইচ