সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের খবরে ফেসবুকে তোলপাড় ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের খবরে ফেসবুকে তোলপাড়

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:২০, ১৬ জুলাই ২০২৪

দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান (এড-টেক) টেন মিনিট স্কুলে প্রস্তাবিত ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা ৪১ মিনিটে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে বলা হয়- টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।

তার কিছুক্ষণ পরে ১১টা ০১ মিনিটে ডাকটেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সেই পোস্টটি তার ওয়ালে শেয়ার করেন। সকালে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে বিনিয়োগ বাতিলের কারণ সম্পর্কে বলেন, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।  তিনি আরও বলেন, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনও অবস্থান নেয় তার সঙ্গে সরকার থাকতে পারে না। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

এই খবরটি আজ ভাইরাল হয়েছে। সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। অনেকেরই মন্তব্য করেন, মূলত টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক কোটা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে পোস্ট করায় এবং টেন মিনিট স্কুলের ফেসবুক পেজের প্রোফাইল ছবি কালো করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পক্ষে-বিপক্ষে অনেকেই মন্তব্য করে চলেছেন সোশ্যাল মিডিয়াতে। কেউ আয়মান সাদিককে উৎসাহ দিয়ে এগিয়ে যেতে বলছেন। অনেকেই স্টার্টআপ বাংলাদেশের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ বলেন আয়মান সাদিক তার টেন মিনিট স্কুলের ফেসবুক গ্রুপ থেকে গুজব ছড়িয়েছেন ইত্যাদি।

উল্লেখ্য, আয়মান সাদিক দুইদিন আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

টেন মিনিট স্কুলের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষামূলক অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৬৭ লাখের উপরে। পাশাপাশি প্রতি মাসে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে পড়াশোনা করছে এক কোটির বেশি শিক্ষার্থী।

এমএএইচ

শেয়ার করুনঃ