সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

যে কারণে এক্সকে এখনও অতিক্রম করতে পারেনি থ্রেডস ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যে কারণে এক্সকে এখনও অতিক্রম করতে পারেনি থ্রেডস

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৮, ১১ জুলাই ২০২৪

ইলন মাস্কের এক্সকে (সাবেক টুইটার) এখনও অতিক্রম করতে পারেনি জাকারবার্গের থ্রেডস, তবে চেষ্টা করে যাচ্ছে। যাত্রার সময় বিশ্বব্যাপী রেকর্ড করলেও এখনও চলছে মাস্কের সঙ্গে প্রতিযোগিতা। সম্প্রতি জাকারবার্গের টুইটার কিলার খ্যাত থ্রেডস পার করলো তার প্রথম জন্মদিন।

ইয়াহু নিউজের সূত্রে জানা যায়, থ্রেডস ছিলো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি প্ল্যাটফর্ম। উন্মোচিত হওয়ার পর মাত্র পাঁচ দিনেই এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১০০ মিলিয়নে। কিন্তু এক বছর পার হয়ে গেলেও সেভাবে বাড়েনি এর ব্যবহারকারীর সংখ্যা। সম্প্রতি জাকারবার্গ জানায় থ্রেডসে বর্তমানে মাসিক ১৭৫  মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

তবে থ্রেডস এর প্রাথমিক সাফল্যের পেছনে ইনস্টাগ্রামের অবদান আছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। ইয়াহু জানায়, প্ল্যাটফর্মটি এগুচ্ছে এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এর গ্রোথ ১.৬ শতাংশ বেড়ে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ২৫১ মিলিয়নে উঠেছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে থ্রেডস ও ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোশেরি বলেন, আমাদের এখনও লক্ষ্য এক্স-কে অতিক্রম করা। তবে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে এক্স থেকে ভিন্ন পথে একে পরিচালিত করবে তারা। জাকারবার্গের পরিকল্পনা ছিল এক্সের বিপরীতে থ্রেডস হবে অনেক বেশি বন্ধুসুলভ। কিন্তু এই এক বছরে প্ল্যাটফর্মটি এক্সের ভালো কোনও প্রতিদ্বন্দ্বীই হয়ে উঠতে পারেনি।

বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী প্ল্যাটফর্মটিতে দৈনিক ভিজিটরের সংখ্যা মাত্র ৩৮ মিলিয়ন অর্থাৎ অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় ব্যবহারকারী এই অ্যাপে কম প্রবেশ করে। সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী গত এপ্রিলে থ্রেডস এর দৈনিক গড় ব্যবহারকারী ছিল ২৮ মিলিয়ন অপরদিকে এক্সের তা ২২ মিলিয়ন। তবে সাম্প্রতিক এমন অগ্রগতি হলেও সমস্যা রয়েছে।

টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান জিডাব্লিউএসের সিইও কার্টার বলেন, এ বছরের জুনের হিসাব অনুযায়ী গড়ে প্রতিদিন ব্যবহারকারী থ্রেডসে ৬ মিনিট সময় ব্যয় করে যেখানে এক্সে ২২ মিনিট আর ইনস্টাগ্রামে ৩৬ মিনিট। কার্টার বলেন, থ্রেডস মূলত ইনস্টাগ্রামের ওপরে অনেক বেশি নির্ভরশীল। এ বিষয়ে মোশেরি বলেন, আমরা প্ল্যাটফর্মটিকে ইনস্টাগ্রাম থেকে স্বাধীন করার চেষ্টা করছি।

এমএএইচ

শেয়ার করুনঃ