গুগল পিক্সেল ৯, যা থাকছে
Published : ১৮:২১, ১০ জুলাই ২০২৪
আগস্টে বাজারে অবমুক্ত করা হবে গুগলের পিক্সেল ফোনের নতুন সংস্করণ পিক্সেল ৯। ধারণা করা হচ্ছে আগস্টের ৯ তারিখে একটি ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হবে গুগল ফোনের নতুন এই সিরিজ।
অ্যান্ড্রয়েড অথরিটির সূত্রে জানা যায়, নতুন এই সিরিজের মডেলগুলোর মধ্যে থাকবে পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল-৯ প্রো এক্সএল। এদিকে হিন্দুস্তান টাইমস জানায় চতুর্থ আরেকটি পিক্সল ৯ প্রো ফোল্ড মডেল আসতে পারে।
নতুন সিরিজে ফিচারগুলোর মধ্যে বিশেষভাবে থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট রিডার। নতুন এই আল্ট্রাসনিক প্রযুক্তিতে ব্যবহারকারীর বায়োমেট্রিক মান নির্ধারণ হবে অনেক নিখুঁত। এতোদিন পর্যন্ত পিক্সেল ফোনের এই সেন্সর এতোটা নিখুঁত ছিল না বলে জানায় সংবাদ মাধ্যম ফোর্বস।
সংবাদ মাধ্যমটি জানায়, এতোদিন পর্যন্ত পিক্সেল ফোনগুলোতে অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি তুলনামূলক দুর্বল। অনেক ব্যবহারকারীই এতে অভিযোগ জানিয়েছেন। অনেক ক্ষেত্রেই তা ঠিকমতো রেসপন্স করে না বা করলেও তা পুরোপুরি সঠিক হয় না।
নতুন এই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি শুধু নিখুঁতই নয় বরং অনেক নিরাপদ এমনকি ভেজা হাত দিয়ে স্পর্শ করলেও তা সঠিকভাবে রেসপন্স করে। তবে শুধু টাচ সেন্সরেই নয় ডিসপ্লেতেও কিছু আপগ্রেড দেখা গেছে। গুগল এখানে ডুয়াল-স্ট্যাক প্রযুক্তি ব্যবহার করেছে যার ফলে পিক্সেল ৯ -এর ডিসপ্লে হবে আরও উজ্জ্বল এবং এতে ব্যাটারি খরচও কম হবে। রিয়ার ক্যামেরাতে আগের মতো এরকম বার সিস্টেম না করে ক্যামেরা অনুযায়ী চওড়া গোলীয় ধার করা হয়েছে।
এছাড়া আশা করা যাচ্ছে পিক্সেল ৯ প্রোর বড় সংস্করণে তিনটি লেন্স থাকবে যার একটিতে পেরিস্কোপিক জুমওয়ালা এক্স৫ টেলিফটো লেন্স থাকবে। হিন্দুস্তান টাইমস জানায়, পিক্সেল ৯ মডেলে ডিসপ্লে হবে ৬.০৩ ইঞ্চি। আর প্রো মডেল দুটি যথাক্রমে ৬.১ ও ৬.৭ ইঞ্চি। প্রসেসর হিসেবে থাকবে টেনসর জি৪ চিপসেট। এই চিপসেটে এআই ফিচার রয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড-১৫ থাকতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
এমএএইচ