সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ল্যাপটপ বেশি গরম হলে কী করবেন

ল্যাপটপ বেশি গরম হলে কী করবেন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৬, ৬ জুলাই ২০২৪

আকারে ছোটো ও সহজে বহনযোগ্যতার কারণে ল্যাপটপের জনপ্রিয়তা অনেক বশি। তবে বিভিন্ন কারণ যেমন বয়স, যান্ত্রিক ত্রুটি, গরম আবহাওয়া এবং দীর্ঘসময় টানা ব্যবহার করলে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়। এমন গরম হওয়া ল্যাপটপের জন্য যেমন ক্ষতিকর তেমনই ব্যবহারকারীর শরীরের জন্যও বেশ ক্ষতিকর।

ল্যাপটপে তাপের কারণে সৃষ্ট স্বাস্থ্যসমস্যা

অতিরিক্ত গরম ল্যাপটপ স্বাস্থ্যের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। দীর্ঘক্ষণ গরম হয়ে যাওয়া ল্যাপটপ ব্যবহারের ফলে হাত বা ত্বকের নির্দিষ্ট কিছু অংশে ফুসকুড়ি হতে পারে। আবার কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করলে তাপের কারণে ঊরু বা পায়ের চামড়া পুড়ে যেতে পারে। গরম হয়ে যাওয়া ল্যাপটপ ব্যবহারের জন্য সোফায় বা বিছানায় রেখে একটু বাঁকা হয়ে ব্যবহার করেন অনেকেই। এসব করে ল্যাপটপের গরম থেকে নিজেকে নিরাপদ করা গেলেও পিঠঘাড় ও মেরুদণ্ডের ব্যথা সহ আরও বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা হয়ে থাকে।

নিরাপদ থাকার উপায়:

প্রসেসর ও গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ থেকেই ল্যাপটপের এমন তাপ উৎপন্ন হয়। পাশাপাশি ল্যাপটপের ভেতরে চালু থাকা অন্য যন্ত্রগুলো থেকেও তাপ উৎপন্ন হতে থাকে।  আশপাশের তাপমাত্রা বেড়ে গেলেও ল্যাপটপের ভেতরে থাকা শীতলীকরণ যন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না। এতে ল্যাপটপের তাপমাত্রা পর্যায়ক্রমে বাড়তে থাকে। তাপ যেনও বেশি উৎপন্ন হতে না পারে সেজন্য কুলিং প্যাড ব্যবহারের পাশাপাশি ল্যাপটপের বাতাস চলাচলের রাস্তা নিয়মিত পরিষ্কার করতে হবে। অনেকে প্রয়োজন ছাড়াই ল্যাপটপ চার্জ করেন। কিন্তু অতিরিক্ত চার্জ ল্যাপটপের ব্যাটারি গরম করে দেয়। সুতরাং ল্যাপটপটিকে প্রয়োজনের অতিরিক্ত চার্জ দেওয়া যাবে না। তারপরও যদি ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিছুক্ষণ বন্ধ রেখে ঠাণ্ডা করে নিতে হবে।

ল্যাপটপের অতিরিক্ত তাপ থেকে নিজেকে নিরাপদ করতে চাইলে ল্যাপটপ টেবিলে রেখে ব্যবহার করা উচিত। আজকাল বাজারে ছোট আকারের এবং বিভিন্ন ডিজাইনের ল্যাপটপ টেবিল পাওয়া যায়। এসব ব্যবহার করে শুয়ে বা বসে সহজেই ল্যাপটপ ব্যবহার যায়। এছাড়া ল্যাপটপের ভেতরের তাপ বাইরে বের করার জন্য ব্যবহৃত ছিদ্রগুলো সব সময় খোলা ও পরিষ্কার রাখতে হবে। ল্যাপটপটি এমনভাবে রাখতে হবে যেনো ল্যাপটপের যেসব স্থান থেকে তাপ বের হয় সেসব স্থানগুলো খোলামেলা থাকে। কোনও ভাবেই যেনও তাপ বেরিয়ে যাওয়ার পথ বন্ধ না হয়।

এমএএইচ

শেয়ার করুনঃ