সোমবার; ০৭ এপ্রিল ২০২৫; ২৪ চৈত্র ১৪৩১

মোবাইল সিমকে ই-সিমে রূপান্তর করবেন যেভাবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোবাইল সিমকে ই-সিমে রূপান্তর করবেন যেভাবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৪০, ৬ এপ্রিল ২০২৫

মোবাইলের সিম কার্ড ব্যবহারে আমরা সবাই অভ্যস্ত। এটা হলো প্লাস্টিকের ওপরে বসানো ছোট্ট একটা চিপ যা ফোনকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। বহু বছর ধরে আমরা এরকম ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করে আসছি। কিন্তু আজকাল এসব ফিজিক্যাল সিমের বদলে চালু হয়েছে ই-সিম প্রযুক্তি। এটা ফোনের সার্কিটের সাথে এমবেড করে বসানো থাকে যা প্রোগ্রামের মাধ্যমে নেটওয়ার্কের সাথে ফোনকে সংযুক্ত করে।

এখন সমস্যা হলো ফিজিক্যাল সিম কার্ডকে ই-সিমে রূপান্তর করা নিয়ে। এই সমস্যাটা হয় যদি ব্যবহারকারীর সেট শুধু ই-সিম সাপোর্টেড হয় অথবা কেউ যদি একাধিক সিম একটা ডিভাইসে ইনসার্ট করতে চায়। তবে আশার কথা হলো ফিজিক্যাল সিমকে এখন খুব সহজে ই-সিমে রূপান্তর করা যায়।

যেসব ফোন ই-সিম সাপোর্ট করে সেগুলোর মধ্যে আছে আইফোন এক্সএস এবং এক্সআর থেকে শুরু করে পরবর্তী সব আইফোন। এখন অনেক অ্যান্ড্রয়েড ফোনে ই-সিম সাপোর্ট করে যার মধ্যে আছে গুগল পিক্সেল ৬ থেকে পরবর্তী সংস্করণগুলো এবং স্যামসাং গ্যালাক্সি এস২১ থেকে তার পরবর্তী সংস্করণগুলো।

আইফোনে এই সিম রূপান্তর করার নিয়ম-

যেসব আইফোন উভয় ধরনের সিম সাপোর্ট করে সেগুলোর ক্ষেত্রে-

১. প্রথমে সেটিংসে গিয়ে সেলুলার সিলেক্ট করতে হবে।

২. যদি মোবাইল সেট ই-সিম সাপোর্টেড হয় তাহলে সেখানে কনভার্ট টু ই-সিম অপশন দেখা যাবে। দেখা না গেলে বুঝতে হবে ওই সেট ই-সিম সাপোর্ট করে না।

৩. কনভার্ট সেলুলার প্ল্যানে ট্যাপ করতে হবে।

৪. এরপর কনভার্ট টু ই-সিমে ট্যাপ করতে হবে। তাহলে ই-সিমে অ্যাক্টিভেট হবে।

অন্যান্য আইফোনে কনভার্ট করার ক্ষেত্রে-

১. সেটিংসে গিয়ে সেলুলার সিলেক্ট করতে হবে।

২. এখানে স্ক্রল করে নিচে নেমে অ্যাড ই-সিম সিলেক্ট করতে হবে।

৩. এখানে দুইটা অপশন থাকবে একটা হলো ট্রান্সফার ফ্রম আ নিয়ার বাই ফোন। এক্ষেত্রে উভয় হ্যান্ডসেটেই আইওএস-১৬ বা তার থেকে আপগ্রেটেড ওএস থাকতে হবে। এটা করলে আগের আইফোনে কিছু নির্দেশনা দেওয়া হবে এরপর ট্রান্সফার সিলেক্ট করে ভেরিফিকেশন কোড দিতে হবে।

৪. আরেকটি অপশন হলো কিউআর কোড ব্যবহার করে। যদি ফোন সেট কিউআর কোড প্রদান করে সে ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করা যাবে। নতুন ফোনে ক্যামেরা চালু করে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এরপর সেলুলার প্ল্যান ডিটেকটেড নোটিফিকেশন আসলে সেটা ট্যাপ করতে হবে। এক্ষেত্রে যদি আইওএস ১৭.৪ অথবা তার চেয়ে আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করে থাকে তাহলে কিউআর কোডের ওপর ধরে রেখে অ্যাড ই-সিমে ট্যাপ করতে হবে।

৫. এরপর স্ক্রিনের ওপরে যেসব নির্দেশনা আসবে সেগুলো কন্টিনিউ করে অ্যাড সেলুলার প্ল্যানে ট্যাপ করতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনে ই সিম যুক্ত করার নিয়ম-

অ্যান্ড্রয়েড ফোনে এই সিম যুক্ত করার ক্ষেত্রে এর নিয়মাবলী নির্মাতা অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। সে ক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই সিম ব্যবহারের কথা বললে তারা কিউআর কোড পাঠাবে। কিউআর কোড পাঠানোর পরে সেটা যুক্ত করার নিয়ম হলো-

 

১. সেটিংসে গিয়ে কানেকশনস অথবা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এ ট্যাপ করতে হবে।

২. এরপর সিম ম্যানেজার অথবা সিমস সিলেক্ট করতে হবে।

৩. এরপর অ্যাড মোবাইল প্ল্যান অথবা ডাউনলোড সিম কার্ড অথবা অ্যাড সিমের ওপরে ট্যাপ করতে হবে।

৪. এরপর স্ক্রিনে আসা নির্দেশাবলী অনুযায়ী এগিয়ে যখন কিউআর কোড স্ক্যান চাইবে তখন সেটা করতে হবে।

ব্যবহারকারীর ফোন যদি স্যামসাং হয় তাহলে এই পদ্ধতি আরও সহজ। সেটা হলো-

১. সেটিংসে গিয়ে কানেকশনসে ট্যাপ করতে হবে

২. সিম কার্ড ম্যানেজার সিলেক্ট করতে হবে।

৩. ফোনে ফিজিকাল সিম থাকলে সেটা তালিকা থেকে নির্বাচন করতে হবে।

৪. কনভার্ট টু ই-সিমে ট্যাপ করতে হবে।

৫. এরপর স্ক্রিনে আসা নির্দেশাবলী অনুযায়ী এগুলে কাজ হয়ে যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ