মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৪ চৈত্র ১৪৩১

অ্যামবিয়েন্ট মিউজিক প্লে-লিস্ট চালু করবেন যেভাবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অ্যামবিয়েন্ট মিউজিক প্লে-লিস্ট চালু করবেন যেভাবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:০৪, ৫ এপ্রিল ২০২৫

আইফোন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৮.৪- এ অ্যামবিয়েন্ট মিউজিক নামে নতুন একটি ফিচার এসেছে। ফিচারটি আইফোন কন্ট্রোল সেন্টার অপশনে রয়েছে। এটা ব্যবহারের জন্য অ্যাপল মিউজিকে গ্রাহক হওয়ার কোনও প্রয়োজন নেই।

চারটা ক্যাটাগরির অ্যামবিয়েন্ট মিউজিক আছে- সেগুলো হলো: স্লিপ, চিল, প্রোডাক্টিভিটি এবং ওয়েলবিং।

কন্ট্রোল সেন্টারে যেভাবে অ্যামবিয়েন্ট মিউজিক বাটন যোগ করবেন-

১. উপরে ডান পাশের কর্নার থেকে সোয়াপ করে নামিয়ে কন্ট্রোল সেন্টার চালু করুন।

২. এরপর উপরে বাম পাশে থাকা + বাটনে ট্যাপ করুন অথবা খালি জায়গায় লং প্রেস করুন।

৩. এরপর স্ক্রিনের নিচে আসা অ্যাড আ কন্ট্রোল -এ ট্যাপ করুন

৪. এরপর সেখানে স্ক্রল ডাউন করে অ্যামবিয়েন্ট মিউজিক সিলেক্ট করুন এবং সেখানে থাকা স্লিপ, চিল, প্রোডাক্টিভিটি অথবা ওয়েলবিংয়ের কোনও একটি সিলেক্ট করুন।

৫. সবশেষে এডিট মোড থেকে বের হয়ে আসতে কোনও একটি ফাঁকা স্থানে ট্যাপ করুন।

কন্ট্রোল সেন্টারে ফিচারটি চালু করলে এই স্ক্রিনের ওপরে সব সময় একটা প্লেব্যাক কন্ট্রোল চালু হয়ে থাকবে। চাইলে নতুন কোনও আইফোনে এই ডাইনামিক আইল্যান্ড -এর ওপরে ট্যাব অথবা লং প্রেস করে প্লেব্যাক কন্ট্রোলটি এক্সেস করা যাবে অথবা এটাকে ফুল স্ক্রিন মোডে নিয়ে আসা যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ