শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকবেন যেভাবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকবেন যেভাবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৩১, ৬ মার্চ ২০২৫

হ্যাকাররা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। কোনও অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ ব্যবহার করছে কিনা তা কিভাবে বুঝতে পারবেন? কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কোনও ডিভাইসে খোলা আছে কিনা? 

এজন্য- প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন। তারপর ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। সেখানে ক্লিক করলেই পাওয়া যাবে বেশ কয়েকটি অপশন। এবার বেছে নিন লিংকড ডিভাইস অপশন। এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে। সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছে মতো যেকোনও ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকবেন যেভাবে-সেটিংসে গিয়ে চালু করুন টু স্টেপ ভেরিফিকেশন। কারও সাথে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনও ওটিপি শেয়ার করবেন না। যে ডিভাইসগুলো ব্যবহার করেন না সেগুলোতে অযথা হোয়াটসঅ্যাপ ওপেন করে না রাখাই ভালো। 

এমএএইচ

শেয়ার করুনঃ