.png)

সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শেয়ার করা যাবে না
Published : ১৭:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
নিরাপত্তার স্বার্থে কোন বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বা উল্লেখ করা উচিত নয়- তা আলোচনা করা হলো।
জরুরি ও ব্যক্তিগর নম্বর, যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নাম্বার শেয়ার করবেন না অনলাইনে। এসবের ছবি শেয়ার না করাই ভালো। তারপরও করতে চাইলে নম্বার ও তথ্য ডিলিট করে দিন।
বাড়ির ছবি দিলেও ঠিকানা বা বাড়ির নম্বর প্রকাশ করা উচিত নয়। বাড়ির চারপাশের, রাস্তাঘাটের ছবি না দেওয়াই ভালো।
সন্তানের নিরাপত্তার স্বার্থে সে কোন স্কুলে পড়ছে সেই তথ্যও দেওয়া উচিত নয়। স্কুলের ইউনিফর্ম পরা ছবিও পোস্ট করবেন না।
ঘুরতে গিয়ে লোকেশন ট্যাগ করে ছবি দেওয়া ঠিক নয়। অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে লোকেশন ট্র্যাকারে ট্যাগ করে সে জায়গার ঠিকানাসহ বিস্তারিত বিবরণ দেন।
ই-মেইল আইডি সামাজিক যোগাযাগ মাধ্যমে শেয়ার করা ঠিক নয়। এসব তথ্য সহজে হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।