মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৪ চৈত্র ১৪৩১

স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে যেসব অ্যাপ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে যেসব অ্যাপ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫

স্মার্টফোনের বড় সমস্যা হলো চার্জ। স্মার্টফোনের ব্যবহারকারী এতে প্রচুর অ্যাপ ব্যবহার করেন। অনেক অ্যাপ আছে যেগুলো ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে ফেলে। দ্রুত চার্জ শেষ করে এমন কিছু অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

সুইডেনের অনলাইন পত্রিকা নাইহেডার সম্প্রতি স্মার্টফোনে ব্যবহার হওয়া অ্যাপগুলোর কার্যক্রম পর্যালোচনা করে বেশি ব্যাটারির চার্জ খরচ করা কয়েকটি অ্যাপের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা অ্যাপগুলোর বেশির ভাগই প্রতিদিনকার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ফলে চাইলেও সেসব অ্যাপ ডিলিট করা যায় না।

তালিকায় থাকা অ্যাপগুলোর মধ্যে রয়েছে- এয়ারবিএনবি, উবার, ফিটবিট, স্কাইপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার, বাম্বল, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপ।

চার্জ বেশি সময় ধরে রাখার জন্য ফোনের সেটিংস অপশনে গিয়ে ব্যাটারির অ্যাডভান্সড সেটিংস পরিবর্তন করে বেশি ব্যাটারি খরচ করা অ্যাপগুলোর ক্যামেরা, মাইক্রোফোন প্রভৃতির একসেস বন্ধ রাখতে হবে। এতে চার্জ কম খরচ হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ