.png)

গুগল ড্রাইভে ফাইল আপলোডের নতুন ফিচার
Published : ১২:০৮, ১৪ জানুয়ারি ২০২৫
গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য এলো নতুন সবিধা। ফাইল আপলোডের সময় কমানো এবং সহজে ফাইলে প্রবেশ করার জন্য গুগল ড্রাইভে ডিফারেনশিয়াল নামের নতুন ফিচার এনেছে গুগল। এ সুবিধা চালুর কারণে এখন থেকে ফাইলে থাকা তথ্য সম্পাদনার পর পুরো ফাইল নতুন করে আপলোড হবে না। এর পরিবর্তে শুধু সংশোধন করা অংশগুলো নতুন করে আপলোড হবে। ফলে সিনক্রোনাইজেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে এবং ব্যবহারকারীদের সময় সাশ্রয়ের পাশাপাশি ইন্টারনেট ডেটাও সাশ্রয় করতে পারবেন।
সম্প্রতি গুগল ওয়ার্কস্পেস আপডেটস ব্লগে প্রকাশিত এক বিবৃতিতে ডিফারেনশিয়াল আপলোড নামের এই সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়। গুগল ড্রাইভে সবার জন্যই সুবিধাটি উন্মুক্ত থাকবে। গুগল জানিয়েছে, সুবিধাটি গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারী সবার জন্যই উন্মুক্ত।
এটি চালু করতে হলে ব্যবহারকারীদের আলাদাভাবে কিছুই করতে হবে না। ফাইল আপডেট করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। তবে ডিফারেনশিয়াল আপলোড নামের ফিচারটি এখন শুধু ডেস্কটপ সংস্করণের জন্য চালু করা হয়েছে। পরবর্তীতে ফিচারটি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে।
এমএএইচ