আইফোনের দুটি সেটিংস অফ করলে ব্যাটারি হবে দীর্ঘস্থায়ী
Published : ১৮:২৮, ১০ ডিসেম্বর ২০২৪
আইফোনের লো-পাওয়ার মোড দেখতে কেউই পছন্দ করে না। কিন্তু খুব ঘন ঘন ব্যবহার করলে এই ঘটনাটি হামেশাই ঘটবে। বিশেষ করে বাইরে থাকা অবস্থায় ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে এটা খুবই বিড়ম্বনার হয়। বড় রকমের কোনও ঝামেলাও হতে পারে। আইফোনের সেটিংসে দুটি পরিবর্তন করে ব্যাটারিকে আরও দীর্ঘস্থায়ী করতে পারেন।
লক স্ক্রিন থেকে উইজেট অফ করে দিন: উইজেট ব্যাকগ্রাউন্ডে থেকে স্বয়ংক্রিয়ভাবে ফোনের অ্যাপ গুলোকে চালু রাখে। এর আরেকটি সমস্যা হলো উইজেটে রিয়েল টাইম ডিসপ্লের জন্য সবসময়ই ডাটা এবং ইনফরমেশন আপডেট করতে থাকে যা ব্যাটারি দ্রুত শেষ হওয়ার একটি অন্যতম কারণ। এজন্য লক স্ক্রিন এবং হোম স্ক্রিনে উইজেট ব্যবহার না করাই ভালো। প্রয়োজনে স্ক্রিন চেঞ্জ করে নিলে ভালো হয়। অথবা কারেন্ট ক্রিন থেকে উইজেটগুলো রিমুভ করে দেওয়া যেতে পারে।
কি-বোর্ড ভাইব্রেশন বন্ধ রাখুন: সাধারণত আইফোনের কি-বোর্ডে ভাইব্রেশনের অপশন থাকে না। কিন্তু আইওএস-১৬ থেকে ‘হ্যাপটিক ফিডব্যাক’ নামে নতুন একটি অপশন চালু হয়েছে। যেখানে কি-বোর্ডে কোনও কি প্রেস করলে কি-বোর্ডে সাউন্ডের পাশাপাশি ভাইব্রেশনের মাধ্যমে কি প্রেসটি কনফার্ম করে। অ্যাপলের ভাষ্য অনুযায়ী খুব ছোট ফিচারও ব্যাটারির ওপর প্রভাব ফেলে। অ্যাপলের সাপোর্ট পেজে এমন কথা বলা থাকলেও ফিচারটি ব্যাটারি লাইফের ওপরে কি পরিমাণ প্রভাব ফেলে সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া নেই। সেক্ষেত্রে এই অপশনটি বন্ধ রাখলে ব্যাটারি লাইফ আরেকটু বাড়বে। অপশনটি বন্ধ করার জন্য সেটিংসে গিয়ে ‘সাউন্ড অ্যান্ড হেপটিক্স’ অপশন থেকে ‘কি-বোর্ড ফিডব্যাক’-এ যেতে হবে। সেখানে থাকা হ্যাপটিক অপশনটি টগল করে বন্ধ করে দিলে ফিচারটি বন্ধ হয়ে যাবে।
-সিনেট অবলম্বনে
এমএএইচ