সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

যেভাবে বুঝবেন একাধিক ডিভাইসে আপনার ইনস্টগ্রাম লগইন আছে

যেভাবে বুঝবেন একাধিক ডিভাইসে আপনার ইনস্টগ্রাম লগইন আছে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:০০, ৪ জুন ২০২৪

একাধিক ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন অনেকে। অনেক সময় ভুলে যান কোন কোন ডিভাইসে লগইন আছে আইডিটি। এতে করে নানা ধরনের বিপদ হতে পারে। সাইবার হামলা হতে পারে, আপনার ইনস্টাগ্রাম আইডি অন্য কেউ ব্যবহার করছে কি না- এসব নানা ধরনের ঝামেলা থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশল রয়েছে। আসুন সেসব জেনে নেওয়া যাক।

ইনস্টাগ্রাম আইডিতে কোন কোন যন্ত্রে লগইন করা রয়েছে তা জানতে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর ওপরে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে অ্যাকাউন্ট সেন্টার নির্বাচন করুন।

পরের পৃষ্ঠায় স্ক্রল করে অ্যাকাউন্ট সেটিংস অপশনের নিচে থাকা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নির্বাচন করুন। সিকিউরিটি অ্যালার্টসএর নিচে থাকা হোয়ার ইউ আর লগড ইন অপশনে ট্যাপ করে অ্যাকাউন্টসএর নিচে থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নির্বাচন করলে পরের পৃষ্ঠায় যেসব ডিভাইসে ইনস্টাগ্রাম লগইন আছে সেসবের তালিকা দেখাবে। চাইলে ডিভাইসের নাম নির্বাচন করে সেই ডিভাইসে ইনস্টাগ্রাম আইডি ব্যবহারের বিস্তারিত তথ্যও জানা যাবে।

 

এমএএইচ

শেয়ার করুনঃ