জিমেইলে ই-মেইল লিখতে সহায়তা করবে এআই
Published : ১৭:৩৭, ২৯ অক্টোবর ২০২৪
গুগল সম্প্রতি তাদের “Help me write” ফিচারটি জি-মেইলের ওয়েব সংস্করণে যুক্ত করেছে, যা জেমিনি এআই ব্যবহার করে আপনাকে ই-মেইল তৈরি করতে বা সংশোধনে সাহায্য করবে। মোবাইলের মতো এখন ওয়েবে একটি খালি ড্রাফট খুললে এই ফিচারটি ব্যবহারের জন্য একটি প্রম্পট দেখা যাবে।
তবে, এই ফিচারটি শুধু গুগল ওয়ান এআই প্রিমিয়ামের গ্রাহক বা যারা ওয়ার্কস্পেসে জেমিনি অ্যাড-অন ব্যবহার করেন তাদের জন্যই এটি উন্মুক্ত। এটি শুধু ই-মেইল খসড়া তৈরি করতেই নয়, বরং ই-মেইলকে আরও ফরমাল, বিস্তারিত বা সংক্ষিপ্ত করার পরামর্শও দেবে।
“Help me write” টুলসেটের মধ্যে থাকা পোলিশ অপশনটি এখন আরও সহজে পাওয়া যাবে। ১২টি বা তার বেশি শব্দের ড্রাফটে সরাসরি এই শর্টকাটটি ক্লিক করে বা Ctrl + H চাপ দিয়ে ই-মেইলটি দ্রুত পরিমার্জিত করা যাবে।
মোবাইলে আগের রিফাইন মাই ড্রাফট অপশনের পরিবর্তে এখন পোলিশ অপশনটি জায়গা করে নিচ্ছে। নতুন ব্যবস্থায় ই-মেইলটি স্বয়ংক্রিয়ভাবে পরিমার্জিত হবে তখন এই শর্টকাটটি ব্যবহার করা হবে। পরবর্তী সময়ে চাইলে ব্যবহারকারীরা অন্যান্য এআই এডিটিং টুল দিয়ে ই-মেইলটি আরও কাস্টমাইজ করতে পারবেন।
গুগল মঙ্গলবার (২৯ অক্টোবর) “Help me write” এবং নতুন “polish” শর্টকাটটি ওয়েব সংস্করণে ধীরে ধীরে উন্মুক্ত করছে।
এমএএইচ/এমআর