সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

হোয়াটসঅ্যাপে যে ১১ ধরনের প্রতারণা হচ্ছে

হোয়াটসঅ্যাপে যে ১১ ধরনের প্রতারণা হচ্ছে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:২৫, ২ জুন ২০২৪

হালে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি এতে প্রতারণার ঘটনাও বেড়েছে। অপরাধীরা নানা কৌশল ব্যবহার করে গ্রাহককে বিভ্রান্ত করছে। হাতিয়ে নিচ্ছে টাকা-পয়সা। অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, হোয়াটসঅ্যাপে এখন ১১ ধরনের প্রতারণা হচ্ছে। একটু সচেতন থাকলে এসব এড়ানো যায়।

এরমধ্যে রয়েছে- ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা, ভেরিফিকেশন কোডের ফাঁদ, বিনা মূল্যে উপহার কার্ড গিফট ভাউচার, কিউআর কোড প্রতারণা, হোয়াটসঅ্যাপ গোল্ড প্রতারণা, লটারি প্রতারণা, দাতব্য সংস্থার নামে প্রতারণা, ভিডিও কল প্রতারণা, আকর্ষণীয় চাকরি দেখিয়ে প্রতারণা, গ্রাহকসেবার নামে প্রতারণা ক্রিপ্টোকারেন্সির কথা বলে প্রতারণা।

ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তার সুযোগ নিয়েও প্রতারণা চলছে। বিশাল অংকের লাভ দেবে, ক্রিপ্টোকারেন্সির এমন স্কিমে বিনিয়োগ করার মেসেজ পাঠানো হয়। সেই সঙ্গে স্কিমের ভুয়া প্রশংসাপত্র এবং ওয়েবসাইটের ঠিকানাও পাঠানো হয়। অপরদিকে

-মেইলসহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকলে ভেরিফিকেশন কোডের প্রয়োজন হয়। অনেক সময় প্রতারকেরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দাবি করে, ভুলবশত ব্যবহারকারীর নম্বরটি কোনও একটি অ্যাকাউন্টে যুক্ত করেছে। জন্য হোয়াটসঅ্যাপে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রয়োজন। এসব কথা শুনলে সাবধান থাকতে হবে।

 

এমএএইচ

শেয়ার করুনঃ