অপরিচিত নম্বর থেকে মেসেজ এলে ব্লক করবে হোয়াটসঅ্যাপ
Published : ১৬:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
নতুন একটি ফিচার এসেছে হোয়াটসঅ্যাপে যার মাধ্যমে অপরিচিত নম্বর থেকে আসা কোনও মেসেজকে ব্লক করে দিতে পারবে অ্যাপটি। ফিচারটি এই মুহূর্তে নির্দিষ্ট কিছু গ্রুপের কাছে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি সবার জন্য কবে নাগাদ উন্মুক্ত হবে তা এখনও নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি।
নতুন এই ফিচার অ্যাপটিকে নিরাপত্তা এবং প্রাইভেসির ক্ষেত্রে একধাপ এগিয়ে দিলো বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম জি-নিউজ। ফিচারটি প্রথম দেখা যায় হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৪.১৭.২৪ -এ। এবার দেখা যাক ফিচারটি কিভাবে চালু করতে হবে-
১. হোয়াটসঅ্যাপ বেটা চালু করে অপরিচিত চ্যাটে প্রবেশ করতে হবে।
২. চ্যাটের ওপরে প্রোফাইল নেম বা নম্বরে ট্যাপ করে অ্যাকাউন্ট ডিটেইলে যেতে হবে।
৩. এরপর স্ক্রল ডাউন করে নিচে নামলে “ব্লক” অপশন পাওয়া যাবে। সেখানে ট্যাপ করলেই ব্লক হয়ে যাবে।
৪. এরপর কনফার্মেশন অপশন আসবে। সেটা সিলেক্সট করে দিলেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে।
এমএএইচ