সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

জিমেইলের অ্যাটাচমেন্ট ডাউনলোড না করে দেখবেন যেভাবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জিমেইলের অ্যাটাচমেন্ট ডাউনলোড না করে দেখবেন যেভাবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করা হয় ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে। অনেকে এসব ই-মেইলে অ্যাটাচমেন্টে ছবি বা ফাইল পাঠিয়ে থাকেন। ই-মেইলের মেসেজ সরাসরি পড়া গেলেও সঙ্গে থাকা ছবি বা ফাইলগুলো দেখতে হলে ডাউনলোড করতে হয়। তবে ই-মেইলের সঙ্গে থাকা অ্যাটাচমেন্ট ডাউনলোড না করেও দেখা যায়।

কিভাবে?

ডাউনলোড না করে কম্পিউটার থেকে ওয়ার্ড ফাইল ফরম্যাট জি-মেইলে চালু করতে প্রথমে ই-মেইলের অ্যাটাচমেন্ট থাকা ফাইলের ওপর কারসর রেখে পেন্সিল আইকনে ক্লিক করলে এডিট উইথ গুগল ডকস অপশন চালু হবে। এরপর নতুন একটি ট্যাবে ফাইলে থাকা তথ্য দেখা যাবে। একইভাবে পাওয়ার পয়েন্ট ও এক্সেল ফরম্যাটের ডকুমেন্টও ডাউনলোড না করে কম্পিউটার থেকে জিমেইলে দেখা যাবে।

আর অডিও ফাইল ডাউনলোড না করে কম্পিউটার থেকে জিমেইলে চালু করতে অডিও ফাইলে ক্লিক করে অডিও প্লেয়ার উইন্ডো চালু করতে হবে। একইভাবে ভিডিও ফাইল ফরম্যাটও চালু করা যাবে।

এ নিয়মে স্মার্টফোনেও অ্যাটাচমেন্ট ডাউনলোড না করে দেখা যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ