স্মার্টফোন থেকে মুছে যাওয়া নম্বর উদ্ধার করবেন যেভাবে
Published : ১৪:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪
অনেক সময় ভুলবশত স্মার্টফোন থেকে প্রয়োজনীয় নম্বর মুছে যেতে পারে। পরে সেটা জোগাড় করা সম্ভব নাও হতে পারে। তবে এসব মুছে যাওয়া নম্বর উদ্ধার করার উপায় রয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ফোন নম্বর সংরক্ষণ করা থাকলে সেগুলো সহজেই উদ্ধার করা যায়।
যদি নম্বর সেভাবে সেভ করা থাকে তাহলে নম্বর উদ্ধারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগলে কন্টাক্টস অ্যাপে গিয়ে অ্যাপের নিচের দিকে থাকা ‘অর্গানাইজ’ ট্যাবে ক্লিক করতে হবে। সেখান ‘বিন’ অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় গেলে মুছে ফেলা নম্বরগুলোর তালিকা দেখাবে। সেখান থেকে প্রয়োজনীয় নম্বরে ট্যাপ করে ওপরে থাকা ‘রিকভার’ অপশনে ট্যাপ করলে সেটি আবারও কন্ট্যাক্টসে রিস্টোর হয়ে যাবে।
তবে গুগল কন্টাক্টস অ্যাপে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা ফোন নম্বর বিনে সংরক্ষণ করা থাকে। অর্থাৎ এর চেয়ে পুরোনো নম্বর আর উদ্ধার করা যাবে না।
এমএএইচ