সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

মোবাইল ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোবাইল ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৪

মোবাইল ফোনে ইন্টারনেট কাজ না করলে বা ধীরগতির হয়ে গেলে যেসব বিষয় পরীক্ষা করতে হবে তাহলো-

সচল সব অ্যাপ বন্ধ: ফোনে অনেক অ্যাপ থাকে যেগুলো ব্যবহার না করলেও ব্যাক এন্ডে চালু থাকে। অ্যাপগুলো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকায় ইন্টারনেট খরচ করার পাশাপাশি গতিও কমিয়ে দেয়। তাই ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে ব্যাক এন্ডে সচল থাকা সব অ্যাপ বন্ধ করে রাখতে হবে।

ভিপিএন ব্যবহার না করা: সাধারণত ভিপিএন ব্যবহার করলে অনলাইনে নিরাপত্তা বাড়লেও ইন্টারনেটের গতি কিছুটা কমে যায়। তাই ভিপিএন ব্যবহারের বদলে সাধারণ ইন্টারনেট ব্যবহার করতে হবে। তবে পেইড বা প্রিমিয়াম ভিপিএনের ক্ষেত্রে আলাদা কথা।

ফোন রিস্টার্ট করা: মোবাইল ফোনে কোনও সমস্যা সমাধানের একটি সহজ উপায় হলো ফোন রিস্টার্ট করা। যদি ইন্টারনেট কানেকশানে কোনও সমস্যা হয় তাহলে ফোন রিস্টার্ট করে আবার ইন্টারনেট চালু করতে হবে।

আপডেটেড সফটওয়্যার ব্যবহার: অপারেটিং সিস্টেমসহ বিভিন্ন সফটওয়্যার আপডেটেড করা না ফোন ধীরগতিতে কাজ করে। ফলে ইন্টারনেট ব্যবহারেও সমস্যা হয়। এ কারণে সময় আপডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে।  

ক্যাশ মেমরি ডিলিট করা: মোবাইলে ক্যাশ মেমরি বেশি জমলে ফোনের গতি স্লো হয়ে যায়, ইন্টারনেটের গতিও। এজন্য ইন্টারনেট ব্যবহারের পর অ্যাপ থেকে নিয়মিত ক্যাশ মেমরি ডিলিট করতে হবে।

 

এমএএইচ

শেয়ার করুনঃ