সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ফোনে স্পাইওয়্যার থাকলে যেভাবে বের করবেন

ফোনে স্পাইওয়্যার থাকলে যেভাবে বের করবেন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:০৬, ১৫ আগস্ট ২০২৪

এক সময় স্পাইওয়্যার পিসিতে কাজ করতো এখন স্মার্টফোনের যুগ আসায় স্পাইওয়্যারগুলো মোবাইলের জন্যও ছড়িয়েছে। এসব ম্যালওয়্যারের কাজ হলো ডিভাইসের গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য চুরি করে কোনও একটি নির্দিষ্ট গন্তব্যে পাঠানো। স্পাইওয়্যারের বিভিন্ন প্রকারভেদও রয়েছে। এসব স্পাইওয়্যার থাকলে ফোন থেকে শুধু তথ্যই চুরি হয় না বরং ফোনের ওপর অনেক চাপও পড়ে। তাই নিজেকে এবং ফোনকে নিরাপদ রাখতে সবসময় খেয়াল রাখা উচিত ফোনে স্পাইওয়্যার প্রবেশ করেছে কি না। যেসব কৌশল ব্যবহার করে পরীক্ষা করবেন ফোনে স্পাইওয়্যার আছে কি না তার মধ্যে রয়েছে-

ফোনের গতি

ফোনের গতি যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বুঝবেন এটা স্পাইওয়্যারের কারণে হয়ে থাকতে পারে। পাশাপাশি দেখা যাবে অল্প কাজ করলেই ফোন গরম হয়ে যাচ্ছে এবং ব্যাটারির চার্জও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যদিও মেমরি ভারী হওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন কারণে ফোন ধীরগতির হয়ে যেতে পারে বা এমন ঘটনা ঘটতে পারে। যদি অন্য কোনও কারণ না থাকে তাহলে বুঝে নিতে পারেন ফোনে স্পাইওয়্যার ঢুকেছে।

অপরিচিত অ্যাপ

ব্যবহারকারী চায়নি কিন্তু ফোনে আপনা আপনি কোনও অ্যাপ বা গেম ইনস্টল হয়ে গেছে। তার মানে সেটা স্পাইওয়্যারের কাজ করছে। তাই মাঝে মাঝে এমন অ্যাপ চেক করে অপরিচিত অ্যাপ বা গেমগুলো মুছে দিতে হবে।

অ্যান্টিভাইরাস ব্যবহার

অ্যান্টিভাইরাস স্পাইওয়্যার শনাক্তকরণে ভালো কাজ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্টিভাইরাস রয়েছে। দেখে শুনে পরিচিত ভালো অ্যান্টিভাইরাসের আপডেটেড সংস্করণ নিয়মিত ব্যবহার করেও ফোনকে স্পাইওয়্যার মুক্ত রাখা যায়।

অ্যাপ পারমিশন পরীক্ষা করা

যেকোনও অ্যাপ ডাউনলোডের সময় ব্যবহারকারীদের কাছে থেকে ফোনের ক্যামেরামাইক্রোফোনকল লগসহ বিভিন্ন তথ্য ব্যবহারের অনুমতি আগে নিয়ে নেয়। যদিও স্পাইওয়্যারগুলো গোপনেই এসব অনুমোদন নিয়ে ব্যবহার করে। তাই ফোনের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে গিয়ে অ্যাপ পারমিশন অপশন থেকে এসব যন্ত্রাংশ বা ফিচার ব্যবহারে অনুমোদনের তালিকা পাওয়া যায়। সেখান থেকে অপরিচিত অ্যাপগুলো থেকে অনুমোদন বাতিল করে দিতে হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ