শুক্রবার; ১৮ এপ্রিল ২০২৫; ৫ বৈশাখ ১৪৩২

সিটি আইটি ঈদ মেলায় ছাড় ও উপহারের ছড়াছড়ি ছবি- সংগৃহীত

সিটি আইটি ঈদ মেলায় ছাড় ও উপহারের ছড়াছড়ি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:২০, ১৯ মার্চ ২০২৫

রাজধানীর আগাগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি ভবন) শুরু হয়েছে ঈদ উৎসব। আকর্ষণীয় অফার আর দারুণ সব উপহার নিয়ে ১৭ মার্চ (সোমবার) বিকালে আইডিবি ভবনে আয়োজন করা হয় সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫ -এর উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আকতার হোসেন খান, সহ-সভাপতি ফজলুর বারী লিটন, বিসিএস কম্পিউটার সিটির সেক্রেটারি মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, স্মার্ট টেকনোলজিসের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল বেরুনী সুজন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ৬টি শীর্ষ ব্র্যান্ডের প্রতিনিধিদের মধ্যে দাহুয়া বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ নাবিউল করিম, স্মার্ট ল্যাপটপের প্রোডাক্ট ম্যানেজার শামসুল আরেফিন খান, এইচপি (প্রোডাক্ট ম্যানেজার স্মার্ট টেকনোলজিস) মোহাম্মদ তানজিদ রহমান, পেনটাম বিজনেসের ভেডেলপমেন্ট ম্যানেজার রায়হান খান, এমএসআইয়ের সেলস ম্যানেজার নাবিল আহমেদ এবং ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তা।

৬টি শীর্ষ ব্র্যান্ডের প্রতিনিধিরা তাদের ঈদ উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেন। এসব অফারের মধ্যে রয়েছে নির্বাচিত পণ্যের উপর ১০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।

মেলা চলাকালে ক্রেতারা পাবেন ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন আকর্ষণীয় অফার ও ছাড়, যা চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এই ফেস্টিভ্যালের মাধ্যমে ক্রেতারা একদিকে যেমন মানসম্পন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয়ের সুযোগ পাচ্ছেন, তেমনি প্রযুক্তিখাতে বাজারের চাঙ্গাভাব আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ