শুক্রবার; ১৮ এপ্রিল ২০২৫; ৫ বৈশাখ ১৪৩২

বাক্কোর ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবি- সংগৃহীত

বাক্কোর ইফতার মাহফিল অনুষ্ঠিত

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:৫৮, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের নিয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে। মাহফিলটি ঢাকার সাভারের বিরুলিয়া সংলগ্ন জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকা মাদ্রাসায় ১৫ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হয়।

বাক্কো বরাবরই দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই উদ্যোগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ইফতার মাহফিলে বাক্কোর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সচিবালয়ের কর্মকর্তা ও বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া, মাদ্রাসার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

মাহফিলের শুরুতে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

এমএএইচ

শেয়ার করুনঃ