রোববার; ২৭ এপ্রিল ২০২৫; ১৩ বৈশাখ ১৪৩২

প্রযুক্তিপণ্য আমদানিতে বড় ধরনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রযুক্তিপণ্য আমদানিতে বড় ধরনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৪১, ১৬ এপ্রিল ২০২৫

কম্পিউটার, স্মার্টফোন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যে পাল্টা শুল্ক অব্যাহতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব পণ্যের বেশিরভাগই চীন থেকে আমদানি করা হয়। এ ঘোষণাকে প্রযুক্তি খাতের জন্য সুখবর হিসেবেই ধরা হচ্ছে। অ্যাপল, ডেল-সহ বড় প্রযুক্তি কোম্পানির জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে শুল্ক অব্যাহতির এই ঘোষণা।

প্রসঙ্গত, সেমিকন্ডাক্টর ও ফ্ল্যাট-প্যানেল ডিসপ্লেসহ ২০টি পণ্য পাল্টা শুল্ক আওতার বাইরে। দ্বিতীয়বার নির্বাচিত ট্রাম্প প্রশাসনকে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সিইওদের সমর্থন। যুক্তরাষ্ট্র ২০২৪ সালে চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করেছে স্মার্টফোন ও ল্যাপটপ।

২০টি পণ্যের তালিকার মধ্যে রয়েছে কম্পিউটার, ল্যাপটপ, ডিস্ক ড্রাইভ, ডাটা প্রসেসিং যন্ত্র, সেমিকন্ডাক্টর, যন্ত্রপাতি, মেমরি চিপ, ফ্ল্যাটপ্যানেল ডিসপ্লেসহ  অন্যান্য পণ্য আছে।

ওই ঘোষণায় আরও বলা হয়েছে, চীন ছাড়া অন্যান্য দেশ থেকে এসব পণ্য আমদানিতে ন্যূনতম ১০ শতাংশও শুল্ক দিতে হবে না। এরফলে ভারতে তৈরি আইফোন ও তাইওয়ান থেকে আমদানি করা সেমিকন্ডাক্টর আমদানিতে খরচ কমবে।

জানা গেছে, গত বছর চীন থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আমদানি হয়েছে ৪ হাজার ১৭০ কোটি ডলারের স্মার্টফোন, দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাপটপ আমদানি করেছে ৩ হাজার ৩১০ কোটি ডলার।

এমএএইচ

শেয়ার করুনঃ