মঙ্গলবার; ১৫ এপ্রিল ২০২৫; ১ বৈশাখ ১৪৩২

পিসিতে গতি আনবে লেক্সারের এসএসডি ছবি- সংগৃহীত

পিসিতে গতি আনবে লেক্সারের এসএসডি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:২৯, ১৩ এপ্রিল ২০২৫

লেক্সার নিয়ে এসেছে নতুন প্রজন্মের ইন্টারনাল এসএসডি, যেগুলো পারফরমেন্স, স্টোরেজ আর দীর্ঘস্থায়ীত্ব- সবদিক থেকেই একধাপ এগিয়ে।

লেক্সারের এসএসডিগুলোর মধ্যে থাকছে উন্নত এনভিএমই প্রযুক্তি, যা আগের যেকোনও স্যাটা এসএসডি থেকে অনেক গুণ দ্রুতগতির। দারুণ রিড- রাইট স্পিডের পাশাপাশি পাওয়া যাবে হিট কন্ট্রোল টেকনোলজি, যাতে আপনার ডিভাইস থাকে ঠাণ্ডা, আর কাজ চলে অবিরাম।

হেভি ইউজার, গেমিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ-সবকিছুতেই পাওয়া যাবে ফাস্ট অভিজ্ঞতা জেন-৪ এসএসডির মাধ্যমে। লেক্সার জেন-৪ এনভিএমই এসএসডিরগুলোর মধ্যে রয়েছে এনকিউ৭৯০ ৫০০ জিবি, এনএম৭৯০ ১টিবি, ২টিবির ভেরিয়েন্ট।

কম পাওয়ার কনজাম্পশন, স্ট্যাবল পারফরম্যান্স আর ভ্যালু-ফর-মানি অভিজ্ঞতা- সবমিলে এনএম৬২০ সিরিজ এসএসডি আপনার পুরনো জেন৩ সিস্টেমেও আনবে নতুন প্রাণ। মিলবে ৫১২ জিবি ও ১ টিবি ভেরিয়েন্টে।

এমএএইচ

শেয়ার করুনঃ