শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

অপোর যে ফোন দেবে অলরাউন্ড পারফরমেন্স ছবি- সংগৃহীত

অপোর যে ফোন দেবে অলরাউন্ড পারফরমেন্স

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৫, ১০ মার্চ ২০২৫

মোবাইল ব্র্যান্ড অপো রাজধানী ঢাকার একটি কনভেনশন হলে রবিবার (৯ মার্চ) এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে দীর্ঘস্থায়ী অলরাউন্ড পারফরমেন্সের স্মার্টফোন অপো এ৫ প্রো উন্মোচন করেছে। প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে এই ডিভাইসের সাথে রয়েছেন- অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অপো এ৫ প্রো বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশন এর পাশাপাশি বুয়েটের টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট-এ সফলতা দেখিয়েছে। এই স্মার্টফোনে আছে- আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ রেটিংস- যা কি না পানি ও ধূলা থেকে মোবাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এছাড়া ডিভাইসটির ফাইবার গ্লাস লেদার ডিজাইন যেমন দেখতে দৃষ্টিনন্দন, তেমনি এটি যেকোনও প্রতিকূল পরিবেশ, যেমন- পানি, উচ্চচাপ এবং ধুলাবালি থেকে স্মার্টফোনকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়।

অপো এ৫ প্রোতে আরো রয়েছে- মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স। এটি ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্টে সফল হয়েছে অর্থ্যাৎ বৈরি পরিবেশেও স্মার্টফোনটি খাপ-খাইয়ে নিতে পারে। অধিকন্তু এই ফোনে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস, যা কি না ১৬০ শতাংশ বেশি ড্রপ প্রটেকশন দিয়ে থাকে। এছাড়া- অ্যালুমিনিয়াম অ্যলোয় ফ্রেম নিশ্চিত করে অধিকতর স্থায়িত্ব। স্মার্টফোনের বাইনিক কুশনিং ক্যামেরা, মোটর এবং ব্যাটারি সহ অন্যান্য উপকরণের সুরক্ষা দেয়।

অপো এ৫ প্রো-তে আরো রয়েছে, ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সবগুলো ক্যামেরা গ্রাহকদের স্বচ্ছ, নিখুঁত, অকৃত্রিম ছবি তুলতে সাহায্য করে। এছাড়া- ডিভাইসটিতে ইন-বিল্ট ইমেজ অ্যালগরিদম ও পোর্ট্রেট মোড রয়েছে এবং এআই পোট্রেট ডিটেইলড ও ব্যালেন্সড ছবি উপহার দেয়। অপো এ৫ প্রো আন্ডারওয়াটার ফটোগাফিও সাপোর্ট করে- ফলে ফটোগ্রাফিপ্রেমীরা যা পানির নিচে প্রাণবন্ত ও স্পষ্ট ছবি তুলতে পারবেন।

এই স্মার্টফোনে রয়েছে- ৪৫ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সমন্বয়ে ৫,৮০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ফলে মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়। আরও রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সক্ষমতা। অপোর র্যাম এক্সপ্যানশন ফিচারের সমন্বয়ে এই শক্তিশালী সেটআপ র্যামের দ্বিগুণ পারফরম্যান্স ও নির্বিঘ্ন মাল্টিটাস্কিং নিশ্চিত করে।

অপো এ৫ প্রো (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এটির প্রি-অর্ডার মূল্য ২৩ হাজার ৯৯০ টাকা। যেসব ক্রেতারা প্রি-অর্ডার করবেন তারা একটি পোর্টেবল মিনি স্পিকার এর সঙ্গে অপো সুপার শিল্ড কার্ড উপহার  পাবেন।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে।

এমএএইচ

শেয়ার করুনঃ