শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

নতুন মডেলের আইপ্যাড আনলো অ্যাপল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন মডেলের আইপ্যাড আনলো অ্যাপল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২০, ৮ মার্চ ২০২৫

অ্যাপলের নতুন এই পণ্যটি সবাই ঠিক যেমন আশা করেছিল তেমন নয়। সম্প্রতি অ্যাপল নতুন মডেলের আইপ্যাড এয়ার এম৩ ট্যাবলেট বাজারে এনেছে। আইপ্যাডের সাথে একটি রিফ্রেশড ম্যাজিক কি-বোর্ডও দেওয়া আছে। উন্মোচিত হওয়ার আগে আগে এটা নিয়ে একটি টিজার ভিডিও ছেড়েছিল অ্যাপলের সিইও টিম কুক।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই নতুন আইপ্যাড এয়ার এম৩ -এর গতি আগের মডেল এম১ এর তুলনায় দ্বিগুণ। আইপ্যাডের অপারেটিংয়ে ব্যবহার করা হয়েছে আইপ্যাডওএস ১৮। এই ওএস অ্যাপল ইনটেলিজেন্সসহ অন্যান্য ফিচারও সাপোর্ট করে।

আইপ্যাডের বাজার একেবারে খারাপ নয়। সম্প্রতি অ্যাপল জানিয়েছে, তাদের মোট ব্যবসার ৭ শতাংশ আসে আইপ্যাড বিক্রি থেকে। মার্চের ১২ তারিখ থেকে -এর প্রি অর্ডার শুরু হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এমএএইচ

শেয়ার করুনঃ