শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

টেকনো নিয়ে এলো ভাঁজযোগ্য ফোন, দাম কত? ছবি: সংগৃহীত

টেকনো নিয়ে এলো ভাঁজযোগ্য ফোন, দাম কত?

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ২৩:৩৮, ৬ মার্চ ২০২৫

দেশের বাজারে এলো বহুল আলোচিত ফোল্ডেবল ফোন ফ্যান্টম ভি ফোল্ড২ ফাইভ-জি।  ফোনটি  নিয়ে এসেছে স্মার্টফোন উদ্ভাবনে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেকনো।  স্মার্টফোন ব্যবহারকারীদের সব কার্যক্রম নিখুঁতভাবে সম্পূর্ণ করতে সহায়ক এই ফোন স্মার্টফোন অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ফিচার ও নান্দনিক ডিজাইন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনকে করে তুলেছে অনন্য।  দুর্দান্ত কনফিগারেশনের এই ফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরমেন্স।

ফোল্ড ফোন হলেও এই ফোনের ওজন মাত্র ২৪৯ গ্রাম এবং আনফোল্ডেড অবস্থায় এই ডিভাইসের থিকনেস মাত্র ৫.৫ মিলিমিটার যা ব্যবহারকারীদের চমৎকার অভিজ্ঞতা দেবে। এছাড়া লং টাইম ব্যবহার নিশ্চিত করতে ৪ লাখবার ফোল্ড এবং আনফোল্ড টেস্ট পাস করেছে এই ফোন।

এই ফোনে রয়েছে ডুয়াল স্ক্রিন।  ৭.৮৫ ইঞ্চি অ্যামোলেড মেইন স্ক্রিন এবং একটি ৬.৪২ ইঞ্চির অ্যামোলেড সাব স্ক্রিন, যা ব্যবহারকারীর ভিউয়িং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।  

ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর পাশাপাশি ১২ জিবি র‍্যাম (+১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ম্যাসিভ ৫১২ জিবি স্টোরেজ সক্ষমতা।  এই ডিভাইসে ৫৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৭০ ওয়াট আল্ট্রা চার্জ এবং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জ সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা দীর্ঘ সময় কোনও বাধা ছাড়াই ফোনটি ব্যবহার করতে পারবেন।

ফোনটির দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।  

এমএএইচ

শেয়ার করুনঃ