.png)

বাজারে এলো সাশ্রয়ী আইফোন ১৬ই
Published : ১৭:৪০, ১ মার্চ ২০২৫
আবারও যাত্রা শুরু করলো অ্যাপলের সাশ্রয়ী ফোন আইফোন ১৬ই। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বিশ্বের ৫৯টি দেশে একসাথে বিক্রি শুরু হয়েছে এই মডেলটির।
সংবাদ মাধ্যম জিএসএম এরিনা জানায়, বিক্রি শুরু হওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ফোনগুলো অ্যাপল স্টোরের পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টি খুচরা বিক্রেতাদের থেকেও পাওয়া যাবে।
অ্যাপল আইফোন ১৬ই ফোনের দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার (১২৮ জিবি) ২৫৬ জিবির দাম ৬৯৯ ডলার আর ৫১২ জিবির দাম ৮৯৯ ডলার। আগামী সপ্তাহে আরও ২১টি অঞ্চলে এই ফোনের বিক্রি শুরু হবে বলে জানায় সংবাদ মাধ্যমটি।
এমএএইচ