বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

মার্চে আসছে ম্যাকবুক এয়ারের এম৪ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মার্চে আসছে ম্যাকবুক এয়ারের এম৪

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মার্চে উন্মোচিত হতে যাচ্ছে ম্যাকবুক এয়ারের নতুন সিরিজ এম৪ ম্যাকবুক এয়ার। ধারণা করা হচ্ছে, আগের মতো দুইটি সাইজে এম৪ ম্যাকবুক এয়ার বাজারে আসতে পারে। একটি ১৩ ইঞ্চি, অপরটি ১৫ ইঞ্চি।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, গত বছর মার্চেই অ্যাপল এম৩ ম্যাকবুক এয়ার বাজারে আনে। এর কয়েক মাস পরেই তাদের নতুন এম৪ চিপ বাজারে আনে যেটা তাদের আইপ্যাড প্রো তে প্রথম ব্যবহার করা হয়। একই বছর অক্টোবরে তারা ম্যাক মিনি এবং ম্যাকবুক প্রোতে নতুন এই চিপ ব্যবহার শুরু করে।

নতুন এই ম্যাকবুকে বহুদিনের প্রতীক্ষিত মেমরিকে বুস্ট করা হয়েছে। নতুন ম্যাকবুকে ১৬ জিবি র‍্যাম থাকবে বলে আশা করা যাচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ