.png)

সাশ্রয়ী দামে আইফোন ১৬ই নিয়ে এলো অ্যাপল
Published : ১৮:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫
অ্যাপল তার সাশ্রয়ী মডেল ফোনের নতুন সংস্করণ আইফোন ১৬ই বাজারে এনেছে। সাশ্রয়ী হলেও ফোনে ব্যবহার করা হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স এবং প্রতিষ্ঠানটির নিজেদের ঘরে তৈরি ফাইভ-জি মডেম। বুধবার নতুন এই সংস্করণটি উন্মোচন করা হয়।
নতুন এই সংস্করণের বাজার মূল্য ৫৯৯ ডলার হলেও আগের সংস্করণের তুলনায় তা ১৭০ ডলার বেশি। এদিকে রেগুলার আইফোন ১৬ এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে। অর্থাৎ দুই ধরনের ফোনে দামের খুব বেশি একটা পার্থক্য থাকছে না।
নতুন ফোনটির ডিজাইনের আইফোন-১৪ এর অ্যালুমিনিয়াম অবকাঠামো ব্যবহার করা হয়েছে। পেছনের গ্লাসটি ম্যাট। মিউট সুইচের পরিবর্তে সেখানে অ্যাকশান বাটন দেওয়া হয়েছে। চার্জিং -এর ব্যবহার করা হয়েছে ইউএসবি-সি পোর্ট। ডিসপ্লে ৬ দশমিক ১ ইঞ্চি অর্থাৎ অ্যাপলের নতুন করে আর ছোট কোনও ফোন নেই। এদিকে রিফ্রেস রেট মাত্র ৬০ হার্জ। যদিও এর চেয়ে অনেক কম মূল্যে অ্যান্ড্রয়েডের ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফোন পাওয়া যায়। শুধু সাদা আর কালো এই দুটি রঙে বাজারে এসেছে ফোনটি।
এমএএইচ