বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

এয়ারপডে থাকবে হার্টরেট মনিটরিং সুবিধা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এয়ারপডে থাকবে হার্টরেট মনিটরিং সুবিধা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সম্প্রতি অ্যাপল বহু প্রতীক্ষিত পাওয়ারবিটস প্রো ২ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। প্রায় ছয় বছর পর এই মডেলটির নতুন সংস্করণ বাজারে আসছে।

এই সংস্করণে ওয়ার্কআউটের জন্য থাকছে ভালোমানের এয়ার হুক, উন্নতমানের সাউন্ড, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ওয়্যারলেস চার্জিং কেস। পাশাপাশি এই মডেলটিতে হেলথ ফিচারও থাকবে যা অ্যাপলের নিজস্ব ফিটনেস অ্যাপের পাশাপাশি ওপেন, পেলোটন, রুনা, স্লোপস, ল্যাডার, নাইকি রান ক্লাবে এগুলোও সাপোর্ট করবে। তবে জনপ্রিয় অ্যাপ স্ট্যাটাস এই তালিকার বাইরে থাকছে।

সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ জানায়, প্রায় এক হাজার অ্যাথলেটের ওপর পরীক্ষা চালানো হয়েছে এই এয়ারপড দিয়ে। এতে রয়েছে আইপিএক্স৪ ঘাম প্রতিরোধ ব্যবস্থা। এয়ারপডটির দাম পড়বে ২৫০ ডলার।

এমএএইচ

শেয়ার করুনঃ