.png)

আইফোনের এই ফিচারটি কি অনাকাঙ্খিত
Published : ১৭:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫
অ্যাপলের বিভিন্ন ডিভাইস যেমন আইফোন, আইপ্যাড, ম্যাক ইত্যাদি ডিভাইসগুলোতে বিশেষ একটি ফিচার যুক্ত হতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারী অন্যদের বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত পাঠাতে পারবে। সম্প্রতি অ্যাপল তার ক্যালেন্ডার অ্যাপকে নতুনভাবে সাজাচ্ছে যার একটি অংশ নতুন এই ফিচারটি।
ব্লুমবার্গের মার্ক গুরম্যানের দেওয়া তথ্য অনুসারে সংবাদ মাধ্যম ফোর্বস জানায়, সম্ভাব্য আগামী সপ্তাহে অ্যাপল ‘কনফেটি’ নামে নতুন একটি ক্লাউড বেজড সার্ভিস আনার পরিকল্পনা করছে। এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান বা মিটিংয়ের ইনভাইটেশন পাঠানো যাবে অন্যদের।
সংবাদ মাধ্যম জানায়, এটা মূলত ক্যালেন্ডার অ্যাপের সঙ্গে সংযুক্ত একটা সার্ভিস। অর্থাৎ এটা কোনও স্ট্যান্ড-অ্যালোন অ্যাপ নয়। গুরম্যান জানায়, পরিষেবাটি আইওএস ১৮.৩ -এ আসতে পারে।
এমএএইচ