সোমবার; ০৬ জানুয়ারি ২০২৫; ২২ পৌষ ১৪৩১

আইফোনের নতুন মডেলে থাকতে পারে ওএলইডি ডিসপ্লে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আইফোনের নতুন মডেলে থাকতে পারে ওএলইডি ডিসপ্লে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০২, ২ জানুয়ারি ২০২৫

অ্যাপলের প্রো সিরিজের আইফোন কেনার একটি বিশেষ সুবিধা ছিল যে, সিরিজগুলোতে উচ্চ রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লের ব্যবহার। কিন্তু এবার ধারণা করা হচ্ছে আইফোন ১৭-এর সবগুলো ফোনেই এই উন্নতমানের ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। সম্প্রতি ওয়েইবোর ফাঁস হওয়া একটি সূত্র থেকে তথ্যটি জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ।

সংবাদ মাধ্যমটি জানায়, ওই সূত্র থেকে ফাঁস হওয়া আইফোন ১৫ এবং আইফোন ১২ -এর কিছু তথ্য ইতোপূর্বে মিলে গিয়েছিল। তথ্যটি বিশ্বাস করা একটু কঠিন হলেও জানা গেছে আইফোন -১৭ এর সবগুলো ফোনেই ব্যবহার করা হচ্ছে উচ্চ রিফ্রেশ রেট।

আরও জানা গেছে, আইফোন-১৭ তে আগের মতো প্লাস মডেলের পরিবর্তে স্লিম নামে নতুন মডেল আনতে পারে। আবার আইফোন ১৭-প্রো ম্যাক্সে তুলনামূলক ছোট ফেস আইডি সেন্সর ব্যবহার করা হতে পারে। আইফোন ১৭-এর প্রো এবং প্রো ম্যাক্সে থাকতে পারে ১২ জিবি র‍্যাম আর স্ট্যান্ডার্ড এবং স্লিম মডেলে থাকতে পারে ৮ জিবি র‍্যাম। ফ্রন্ট ক্যামেরায় ১২ মেগাপিক্সেলের পরিবর্তে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। ওয়াইফাই এবং ব্লুটুথ চিপের ক্ষেত্রে অ্যাপল এই প্রথম তাদের নিজস্ব ডিজাইন করা চিপ ব্যবহার করবে বলে জানিয়েছে ভার্জ।

এমএএইচ

শেয়ার করুনঃ