পিক্সেল ওয়াচের নতুন ফেস
Published : ১৩:৪১, ৭ ডিসেম্বর ২০২৪
গুগল তার পিক্সেল ওয়াচের পারফরমেন্স লক ব্যান্ড বাজারে ছাড়লেও এখন পর্যন্ত কনসেন্ট্রিক ফেসের মূল আপডেট ছাড়েনি। এই কনসেন্ট্রিক ফেসটি ভিন্ন একটি লুক দেয় পিক্সেল ওয়াচকে।
গত অক্টোবরে গুগল কনসেন্ট্রিক ফেসের একটি শো দেখায় যেটা তখনো বাজারে আসেনি। ওয়াচ ফেসটি পিক্সেল ওয়াচ ৩ এর একটি ডিজাইন ভিডিওতে ছিল। এটি একটি ফুল স্ক্রিন ডায়াল ১ অথবা ডায়াল ২ লেআউট যেখানে অন্যকোনও তথ্য থাকে না। তবে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে গুগল এই কনসেন্ট্রিক ফেসের ভিন্ন একটি আপডেট ছেড়েছে।
এই ওয়াচ ফেস চারটি কমপ্লিকেশনকে সাপোর্ট করে। এটি অলওয়েজ অন ডিসপ্লে মোডে থাকবে। গোলাকার এই ওয়াচ পেজটি ব্যবহার করা সুবিধাজনক। এতে স্মার্টওয়াচের ব্যবহার আরও সুবিধাজনক হয়ে উঠবে বলে মন্তব্য করেছে নাইনটুফাইভগুগল।
এমএএইচ