আইফোন ম্যাক ও অ্যান্ড্রয়েডের জন্য এলো উইন্ডোজ অ্যাপ
Published : ১৬:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৪
আইফোন, ম্যাক, আইপ্যাড, ওয়েব ব্রাউজার, অ্যান্ড্রয়েড এমনকি উইন্ডোজ পিসির জন্য আজকেই (শনিবার) উইন্ডোজ অ্যাপ আনলো মাইক্রসফট। অ্যাপটি মূলত উইন্ডোজ স্ট্রিমিং কপির একটি হাব যা বিভিন্ন সোর্স যেমন উইন্ডোজ ৩৬৫, আজুর ভার্চুয়াল ডেস্কটপ, রিমোট ডেস্কটপ এমন অনেক কিছুকে মিলিয়ে কাজ করবে।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, নতুন এই সমন্বিত অ্যাপটির প্রায় বছর খানেক ধরে পরীক্ষা চলছিল। এর মধ্যে ছিল কাস্টমাইজ করা যায় এমন হোমস্ক্রিন, একাধিক মনিটর সাপোর্ট এবং ইউএসবি রিডাইরেকশন। অর্থাৎ এর সঙ্গে ওয়েব ক্যাম, স্টোরেজ ডিভাইস এবং প্রিন্টার ইত্যাদি লোকাল ডিভাইসগুলো যদি ক্লাউড পিসি’র সঙ্গে যুক্ত থাকে তাহলে সেগুলো নিয়ে কাজ করা যাবে।
তবে অ্যাপটি আপাতত শুধু মাইক্রসফট ওয়ার্ক এবং স্কুল অ্যাকাউন্টে কাজ করবে। কেননা এটি প্রাথমিকভাবে ডিজাইন করা হয়েছে উইন্ডোজ এবং অন্যান্য ওএসের ডেস্টটপ ক্লায়েন্টের জন্য। যেন তারা পরিবর্তিত হয়ে আসতে পারে। উইন্ডোজের সঙ্গে দূর থেকে যুক্ত হওয়ার জন্য মাইক্রসফটের অ্যাপ রয়েছে বহু বছর ধরেই। এর মধ্যে রিমোট ডেস্কটপ কানেকশন অ্যাপ উইন্ডোজ ১১ তেও আছে। নতুন অ্যাপটি ওয়ার্ক পিসির সঙ্গে ব্যক্তিগত পিসিকে যুক্ত করতে সহায়ক হবে।
উইন্ডোজের ব্যবহারকারীরা অ্যাপটি মাইক্রসফট স্টোর থেকে নিতে পারবেন। এছাড়া অ্যাপটি অ্যাপলের অ্যাপস্টোর থেকে অ্যাপল ডিভাসের জন্য নামাতে পারবেন। এর অ্যান্ড্রয়েড সংস্করণটি পাবলিক প্রিভিউয়ের জন্য চালু হয়েছে।
এমএএইচ