সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

টেকনো স্পার্ক গোর নতুন ভ্যারিয়েন্ট

টেকনো স্পার্ক গোর নতুন ভ্যারিয়েন্ট

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৭, ১৬ জুলাই ২০২৪

উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর ভক্ত ও ব্যবহারকারীদের সবসময় এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় টেকনো নিয়ে এসেছে আরেকটি চমক। সম্প্রতি ব্র্যান্ডটি স্পার্ক গো ২০২৪ লাইনআপ থেকে নতুন একটি ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজে পাওয়া যাচ্ছে নতুন এই ভ্যারিয়েন্ট। ৩+৬৪ জিবির নতুন ভ্যারিয়েন্টটি আগ্রহীরা আপাতত শুধু দারাজ থেকে বিশেষ অফারে কিনতে পারবেন।    

টেকনো ব্যবহারকারীরা ২০ জুলাই পর্যন্ত দারাজ থেকে কিনতে পারবেন এই ফোন। স্পার্ক গো ২০২৪- এর ৪ জিবি ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। লঞ্চের পর থেকেই টেকপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে আগের ভ্যারিয়েন্টটি। দারাজে বিশেষ অফার চলাকালীন সময়ে ক্রেতারা আকর্ষণীয় মূল্যে মাত্র ৯ হাজার ৪৯৯ টাকায় ফোনটি কেনার সুযোগ পাবেন। সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা।  

এই ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টাইপ-সি কানেক্টিভিটি এবং ৯০ হার্জ ৬.৬ ইঞ্চি হোল স্ক্রিন। ফলে ব্যবহার করার সময় পাওয়া যাবে খুবই মসৃণ অনুভূতি। ফটোপ্রেমীদের জন্য এই ডিভাইসে আছে ১৩ মেগাপিক্সেল এইচডিআর পোর্ট্রেট ক্যামেরা, সঙ্গে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

 

এমএএইচ

শেয়ার করুনঃ