আইফোন ম্যাক ও অ্যান্ড্রয়েডের জন্য এলো উইন্ডোজ অ্যাপ
সংবাদমাধ্যম ভার্জ জানায়, নতুন এই সমন্বিত অ্যাপটির প্রায় বছর খানেক ধরে পরীক্ষা চলছিল। এর মধ্যে ছিল কাস্টমাইজ করা যায় এমন হোমস্ক্রিন, একাধিক মনিটর সাপোর্ট এবং ইউএসবি রিডাইরেকশন। অর্থাৎ এর সঙ্গে ওয়েব ক্যাম, স্টোরেজ ডিভাইস এবং প্রিন্টার ইত্যাদি লোকাল ডিভাইসগুলো যদি ক্লাউড পিসি’র সঙ্গে যুক্ত থাকে তাহলে সেগুলো নিয়ে কাজ করা যাবে।
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫