বুধবার; ১৬ এপ্রিল ২০২৫; ২ বৈশাখ ১৪৩২

ওয়াটার প্রুফ মোবাইল অপোর রেনো ১৩ ফাইভ-জি ছবি- সংগৃহীত

ওয়াটার প্রুফ মোবাইল অপোর রেনো ১৩ ফাইভ-জি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৬, ১৫ এপ্রিল ২০২৫

নতুন বছরে অপো বাংলাদেশ প্রযুক্তিপ্রেমীদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে নিয়ে এসেছে পারফেক্ট স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি

এই বৈশাখে গরমে যখন সবাই হাঁসফাঁস করে, নেমে পড়ে সুইমিং পুল, নদী কিংবা ঝর্ণায়- তখন উৎসবমুখর দারুণ সময় কাটাতে প্রয়োজন অপো রেনো১৩ ৫জি এর মতো সম্পূর্ণ ওয়াটার প্রুফ বা পানিরোধী স্মার্টফোন। এই মোবাইলে রয়েছে- ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯ রেটিং; আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা- যাতে পানির নিচেও স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব। অপো রেনো১৩ ৫জি আপনাকে দেবে কোনও প্রোটেক্টিভ কেসের সহায়তা ছাড়াই মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করার সুযোগ।

অপোর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এআই লাইভ ফটো ফিচার শাটার ট্যাপ করার কিছু সময় আগেও এবং পরেও ছবি ক্যামেরাবন্দি করতে সক্ষম, যা কি না ছবিগুলোকে অকেবারেই প্রাণবন্ত ও জীবন্ত শর্ট ক্লিপস তৈরি করে।

মন-মাতানো এমন সব ছবি ক্যামেরাবন্দি করার পর- অপো রেনো১৩ ৫জি এ আরো রয়েছে এআই-পাওয়ারড এডিটিং টুলস।

বাংলাদেশের অপোর সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে এখন পাওয়া যাচ্ছে, অপো রেনো১৩ ৫জি। এর দাম ৬৯ হাজার ৯৯০ টাকা।

এমএএইচ

শেয়ার করুনঃ