সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এলো রেডমি-১৩

ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এলো রেডমি-১৩

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:৪২, ১১ জুন ২০২৪

শাওমি আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এলো বহুল প্রত্যাশিত স্মার্টফোন রেডমি ১৩। এর উদ্ভাবনী বৈশিষ্ট্য, অনন্য নকশা আর শক্তিশালী পারফরমেন্স রেডমি ১৩-এর ট্যাগলাইন স্টাইল বানাই, দুনিয়া কাঁপাই।

রেডমি ১৩-এর ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী সুপার-ক্লিয়ার মূল ক্যামেরা দিয়ে তোলা প্রতিটি ছবির মাধ্যমে আপনার মূল্যবান মুহূর্তগুলোর প্রতিটি হয়ে উঠবে এক একটি মাস্টারপিস। আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিয়েটর হন অথবা আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বিশ্বের সামনে তুলে ধরতে পছন্দ করেন তাহলে রেডমি১৩ -এর ৩এক্স ইন-সেন্সর লসলেস জুম দেবে চমৎকার ঝকঝকে ছবি। এটির রিয়ার ক্যামেরা দিবে কম আলোতেও চমৎকার পারফরমেন্স। নিখুঁত সেলফির জন্য আছে সফট-লাইট রিং-সহ ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

নজর কাড়বে রেডমি ১৩-এর চমৎকার গ্লাস ব্যাকও, যা পাওয়া যাবে চারটি চমৎকার রঙে। ফোনটিতে আরও পাবেন কর্নিং গরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত এবং ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ-সিঙ্ক সহ ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফোনটিতে পাচ্ছেন ৫০৩০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি যা চার্জ করার জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।

রেডমি ১৩-এর ৬ জিবি র‌্যাম +১২৮ জিবি স্টোরেজ (দাম ১৭ হাজার ৯৯৯ টাকা) ও ৮ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ (১৯ হাজার ৯৯৯ টাকা)- দুটি ভ্যারিয়েন্ট বাজারে ছেড়েছে শাওমি।

 

এমএএইচ

শেয়ার করুনঃ