শাওমির রেডমি ১৪সি
Published : ১৭:৩১, ১৬ অক্টোবর ২০২৪
দেশে এলো শাওমির রেডমি ১৪সি। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ২৬০ পিপিআই পিক্সেলের ১৬৪০x৭২০ রেজ্যুলেশন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই স্মার্টফোনটিতে কন্টেন্ট ব্রাউজ, ভিডিও দেখা বা মোবাইল গেমিং উপভোগের সময় গ্রাহকরা পাবেন মসৃণ ও নিরবচ্ছিন্ন ভিজ্যুয়ালের নিশ্চয়তা।
ডিসপ্লের পাশাপাশি ফোনটির ডিজাইনও স্মার্টফোন প্রেমীদের মন জয় করবে। স্মার্টফোনটি তিনটি রঙে পাচ্ছেন গ্রাহকরা- মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু। প্রতিটি শেড ডিজাইন করা হয়েছে ফোনটির আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলতে। আর পেছন দিকের স্টার ট্রেইল প্যাটার্ন ফোনটির সামগ্রিক ডিজাইনে এনেছে বৈচিত্র্যের ছাপ।
ফোনটির ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা ব্যবহার করে অনায়াসে তোলা যাবে উচ্চমানের চমৎকার সব ছবি। এছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যাতে রয়েছে ৫পি লেন্স ও এফ/১.৮ অ্যাপারচার। ফলে ব্যবহারকারীরা সহজে স্পষ্ট ও উচ্চ-রেজ্যুলেশনের ছবি ধারণ করতে পারবেন। এই কনফিগারেশনের ক্যামেরায় কম আলোতেও ছবির গভীরতা ও সঠিক টেক্সচার প্রদান করবে। স্মার্টফোনটির সামনের দিকে রয়েছে এফ/২.০অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে ব্যবহারকারীকে তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার পোর্ট্রেট। এছাড়া ফিল্ম ক্যামেরা, এইচডিআর এবং সফট-লাইট রিংয়ের মতো বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে গ্রাহকরা পেশাদার ফটোগ্রাফিরমত নিখুঁত ছবি তোলার সুযোগ পাবেন।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। যার মাধ্যমে গ্রাহকরা এক চার্জে ১৩৯.৬৮ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৪২.৫ ঘণ্টা কল টাইম এবং ২২.৬৪ ঘণ্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবে। স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না গ্রাহকদের।
শাওমির রেডমি ১৪সি ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসসর, যা ফোনটির কর্মদক্ষতাকে আরও বাড়িতে তোলে। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম রয়েছে। এছাড়া র্যামটিকে আরও ১২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন গ্রাহকরা।
শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে পরিচালিত শাওমির রেডমি ১৪সি পারফরমেন্স ও কার্যকারিতা ব্যবহারকারীদের দেবে স্বাচ্ছন্দ্যময় ও দ্রুতগতির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে দ্রুত আপলোডিং এবং মসৃণ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে দেওয়া হয়েছে এপিডিডিআর৪এক্স ও ইএমএমসি ৫.১ মেমরি।
৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধার শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
-বিজ্ঞপ্তি
এমএএইচ