সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

রিমোট জব পাওয়ার সেরা ২৫ সাইট (৩)

রিমোট জব পাওয়ার সেরা ২৫ সাইট (৩)

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৯, ৮ জুলাই ২০২৪

দিন দিন জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং ও রিমোট জব বা ঘরে বসে দূরের কাজ বা চাকরি। ইন্টারনেটে ঘরে বসেই পৃথিবীর যেকোনও দেশের বিভিন্ন অফিসের চাকরি করা যায় বলে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। ফ্রিল্যান্স কাজ ও রিমোট জব ঠিক একরকম নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের অফিশিয়াল কাজ অন্য কোনও বা নিজের মতো কোনও স্থান থেকে করাকে সহজ কথায় রিমোট জব বলে। অর্থাৎ রিমোট জবে একজন কর্মী নিয়মিত অফিসে যান না। নিজের সুবিধা মতো যেকোনও স্থান থেকে যোগাযোগের মাধ্যমে করা যায়। মহামারীতে লকডাউনের সময় এই ধরনের কাজের বেশ বড় ধরনের বিকাশ হয়।

উন্নত বিশ্বের বিভিন্ন দেশেই বাড়ছে রিমোট জব। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের পর থেকে এখন পর্যন্ত বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এখন অনেক অফিসেই সরাসরি অফিস এবং রিমোট অর্থাৎ এই দুয়ে মিলিয়ে হাইব্র্রিড সিস্টেমের প্রবণতা বাড়ছে। ধারণা করা হচ্ছে ভারত, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে পরবর্তী পাঁচ বছরে এর মাত্রা আরও বাড়বে। রিমোট জবে জনপ্রিয় ২৫ টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-

জাস্টরিমোট

বিশ্বব্যাপী রিমোট চাকরি প্রার্থীদের জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট এটি। এখানেও বিভিন্ন রিমোট কাজের সুযোগ রয়েছে।

প্যানজিয়ান ডট কম

প্যানজিয়ান ডট কমে বিশ্বের প্রায় দেড়শটিরও বেশি দেশের ৪ লাখের বেশি রিমোট জবের খোঁজ পাওয়া যাবে। 

গ্লাসডোর ডটকম

সান ফ্রান্সিসকোভিত্তিক একটি কোম্পানি এটি। এখানে রিমোট জবের পাশাপাশি নিয়মিত কাজের খোঁজও পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন কর্পোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের খোঁজসহ চাকরির ইন্টারভিউ এবং ক্যারিয়ার প্রস্তুতির অনেক খোঁজ পাওয়া যায় এখানে।

ইনডিড ডটকম

২০ বছরের পুরোনো এই ওয়েবসাইটে রিমোট জব সন্ধানের পাশাপাশি সিভি তৈরিতেও সহায়তা করে। এছাড়া চাকরির প্রস্তুতি নেওয়ার ব্যাপারে বিভিন্ন সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে।

ফ্রিল্যান্সার ডটকম

বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট ফ্রিল্যান্সার ডট কম। সাইটটির ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটির ওপরে। সাইটটিতে নিয়োগকর্তারা বিডের মাধ্যমে কাজ দিয়ে থাকে। এটি বিশ্বের অন্যতম বড় ফ্রিল্যান্সিং ও ক্রাউডসোর্সিং মার্কেটপ্লেস হিসেবে পরিচিত। সাইটটি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। 

ফাইভার ডট কম

বেশ জনপ্রিয় আরেকটি সাইট হলো ফাইভার। সাইটটি মূলত ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেটপ্লেস হিসেবে জনপ্রিয়। সাইটটিতে প্রায় ৫০০ ক্যাটাগরির ফ্রিল্যান্স ও রিমোট জবের সুযোগ রয়েছে।

 আপওয়ার্ক

ভালোমানের কাজ পাওয়ার সাইটগুলোর মধ্যে আপওয়ার্ক একটি। তবে এখানে কাজ পাওয়ার জন্য আগে নিজেকে ভালোভাবে ভেরিফাই করে নিতে হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া সাইটাটি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বাধীন পেশাজীবীদের সঙ্গে কার্যকর সম্পর্ক তৈরির জন্য জনপ্রিয়।

ফ্লেক্সজবস

২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া প্ল্যাটফর্মটি ইনসাইডার মানির তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয় এখন। প্ল্যাটফর্মটিকে সহজে ব্যবহারের জন্য মোবাইল অ্যাপও রয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ