সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

রিমোট জব পাওয়ার সেরা ২৫ সাইট (২)

রিমোট জব পাওয়ার সেরা ২৫ সাইট (২)

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৬, ৮ জুলাই ২০২৪

দিন দিন জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং ও রিমোট জব বা ঘরে বসে দূরের কাজ বা চাকরি। ইন্টারনেটে ঘরে বসেই পৃথিবীর যেকোনও দেশের বিভিন্ন অফিসের চাকরি করা যায় বলে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। ফ্রিল্যান্স কাজ ও রিমোট জব ঠিক একরকম নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের অফিশিয়াল কাজ অন্য কোনও বা নিজের মতো কোনও স্থান থেকে করাকে সহজ কথায় রিমোট জব বলে। অর্থাৎ রিমোট জবে একজন কর্মী নিয়মিত অফিসে যান না। নিজের সুবিধা মতো যেকোনও স্থান থেকে যোগাযোগের মাধ্যমে করা যায়। মহামারীতে লকডাউনের সময় এই ধরনের কাজের বেশ বড় ধরনের বিকাশ হয়।

উন্নত বিশ্বের বিভিন্ন দেশেই বাড়ছে রিমোট জব। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের পর থেকে এখন পর্যন্ত বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এখন অনেক অফিসেই সরাসরি অফিস এবং রিমোট অর্থাৎ এই দুয়ে মিলিয়ে হাইব্র্রিড সিস্টেমের প্রবণতা বাড়ছে। ধারণা করা হচ্ছে ভারত, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে পরবর্তী পাঁচ বছরে এর মাত্রা আরও বাড়বে। রিমোট জবে জনপ্রিয় ২৫ টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-

ভার্চুয়াল ভোকেশানস

সাইটটিতে বিভিন্ন কাজের ও কর্মীদের গোছানো ডেটাবেজ থাকায় ওয়েবসাইটটি সহজে ব্যবহার করা যায়। সাইটটিতে মোট ৫০ ধরনের কাজের খোঁজ আছে। রিমোট জবের জন্য জনপ্রিয় একটি ওয়েবসাইট এটি।

স্কিপ দ্য ড্রাইভ

স্কিপ দ্য ড্রাইভে রেজিস্ট্রেশন করতে কোনও ফি লাগে না। সাইটিতে কাস্টমার সার্ভিস এবং অ্যাকাউন্টিং হ বিভিন্ন কাজের খোঁজ রয়েছে। স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের রিমোট জবের সুযোগ রয়েছে স্কিপ দ্য ড্রাইভে।

জবস্প্রেসো

এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কাজের খোঁজখবর পাওয়া যাচ্ছে। প্রায় ১৫ হাজারের বেশি রিমোট কর্মী এই ওয়েবসাইট ব্যবহার করেন। তথ্যপ্রযুক্তিসহ মার্কেটিংকাস্টমার সার্ভিস সংক্রান্ত বিভিন্ন কাজের খোঁজ পাবেন এই ওয়েবসাইট থেকে।

রিমোট ইন ইউরোপ

ইউরোপীয়দের জন্য বিশেষভাবে তৈরি রিমোট ইন ইউরোপ। মূলত ইউরোপ মহাদেশ অঞ্চলের বিভিন্ন দেশের রিমোট জব প্রত্যাশীদের জন্য ডেডিকেটেড একটি ওয়েবসাইট এটি।

 ক্যারিয়ার ভল্ট

বিশ্বর শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান এই সাইটটি দিয়ে কর্মী খোঁজেন। সাইটিতে সফটওয়্যার,  আইটি পণ্যডিজাইনডেটাসহ বিভিন্ন খাতে কাজের খোঁজ রয়েছে 

মনস্টার ডটকম

বিশ্বব্যাপী রিমোট জবের জন্য জনপ্রিয় একটি সাইট এটি। এখানে চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে সংযোগ তৈরি করার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম এটি। কাজের খোঁজের পাশাপাশি ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন পরামর্শসহ দিক-নির্দেশনাও দেয় সাইটটি।

উই ওয়ার্ক রিমোটলি

সাইটটিতে প্রায় ৩২ হাজারের বেশি কাজের খোঁজ রয়েছে। বিশ্বব্যাপী চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনপ্রিয় ওয়েবসাইটের একটি এই সাইট।

জবগ্যাদার

পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলকেন্দ্রিক বিভিন্ন কাজের সুযোগ আছে এই ওয়েবসাইটে। এটিও জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে একটি।

গুরু ডটকম

প্রোগ্রামিং এবং ডিজাইন রিলেটেড কাজের সুযোগ রয়েছে গুরু ডটকমে। সাইটটির মাধ্যমে ফ্রিল্যান্সারদের দক্ষতাঅভিজ্ঞতা ও ক্লায়েন্ট প্রতিক্রিয়া প্রকাশ করার সুযোগ রয়েছে। 

ওয়ার্কিং নোমাডস

বিভিন্ন রিমোট কাজের জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট ওয়ার্কিং নোম্যাডস। এখানেও বিভিন্ন রিমোট কাজের সুযোগ রয়েছে। 

এমএএইচ

শেয়ার করুনঃ