রিমোট জব পাওয়ার সেরা ২৫ সাইট (১)
Published : ১৮:০৩, ৮ জুলাই ২০২৪
দিন দিন জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং ও রিমোট জব বা ঘরে বসে দূরের কাজ বা চাকরি। ইন্টারনেটে ঘরে বসেই পৃথিবীর যেকোনও দেশের বিভিন্ন অফিসের চাকরি করা যায় বলে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। ফ্রিল্যান্স কাজ ও রিমোট জব ঠিক একরকম নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের অফিশিয়াল কাজ অন্য কোনও বা নিজের মতো কোনও স্থান থেকে করাকে সহজ কথায় রিমোট জব বলে। অর্থাৎ রিমোট জবে একজন কর্মী নিয়মিত অফিসে যান না। নিজের সুবিধা মতো যেকোনও স্থান থেকে যোগাযোগের মাধ্যমে করা যায়। মহামারীতে লকডাউনের সময় এই ধরনের কাজের বেশ বড় ধরনের বিকাশ হয়।
উন্নত বিশ্বের বিভিন্ন দেশেই বাড়ছে রিমোট জব। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের পর থেকে এখন পর্যন্ত বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এখন অনেক অফিসেই সরাসরি অফিস এবং রিমোট অর্থাৎ এই দুয়ে মিলিয়ে হাইব্র্রিড সিস্টেমের প্রবণতা বাড়ছে। ধারণা করা হচ্ছে ভারত, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে পরবর্তী পাঁচ বছরে এর মাত্রা আরও বাড়বে। রিমোট জবে জনপ্রিয় ২৫ টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
ফ্রিল্যান্সারম্যাপ
১৭ বছরের পুরোনো এই ওয়েবসাইটে রয়েছে ১২ হাজারেরও বেশি রিমোট জবের খোঁজ। সাইটি মূলত ফ্রিল্যান্সার ও বিভিন্ন কোম্পানির মধ্যে সংযোগ তৈরির জন্য কাজ করছে। সাইটটির মাধ্যমে ২৭ হাজারের বেশি প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করে থাকে। j
টপটাল
বিশ্বব্যাপী রিমোট জবের ক্ষেত্রে অন্যতম একটি সাইট টপটাল। এই সাইটের মাধ্যমে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ফিন্যান্স, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এমন কাজের প্রফেশনালদের সঙ্গে কাজের সুযোগ করে দিচ্ছে। এটি ভারতে অন্যতম জনপ্রিয় সাইটের একটি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজন অনুসারে কর্মী নিয়োগের সুযোগ করে দেয় এই সাইটটি।
ল্যান্ডিং জবস
ল্যান্ডিং জবস সাইটে কর্মীদের নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী সরাসরি দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে আবার নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি দৈনিক পারিশ্রমিকে কাজের সুযোগ আছে। সাইটটিতে ৫০ লাখের বেশি টেক প্রফেশনালদের সঙ্গে সংযুক্ত করছে এই ওয়েবসাইট। আইটি জবের হাব হিসেবে সাইটটি বেশ জনপ্রিয়।
আউটসোর্সলি
রিমোট জবের জন্য আকর্ষণীয় আরেকটি ওয়েবসাইট এটি। এখানে ফ্রিল্যান্সারদের কোনও ধরনের ফি জমা দিতে হয় না। এই সাইটটি নিয়োগকর্তাদের জন্য কর্মী সংগ্রহের বড় একটি মাধ্যম। বিশ্বের ১৮০টির বেশি দেশের ফ্রিল্যান্সাররা এই সাইটটির সঙ্গে যুক্ত।
ওয়েলফাউন্ড
ওয়েলফাউন্ড রিমোট জবের সুযোগ আছে প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি। ওয়েলফাউন্ড আগে অ্যাঞ্জেললিস্ট ট্যালেন্ট নামে পরিচিত ছিল। সাইটটিতে মূলত বিভিন্ন স্টার্টআপের রিমোট জবের কাজের খোঁজ পাওয়া যায়।
ড্রিবল
ডিজিটাল ডিজাইনভিত্তিক রিমোট জবের সাইট এটি। এখানে ওয়েব ডিজাইনাররা বেশি কাজের সুযোগ পান। পোর্টফোলিও ও কাজের স্যাম্পল সহজে প্রকাশ করা যায় এই সাইটে। এই সাইটে থাকলে পৃথিবীর বিভিন্ন দেশের ডিজাইনারদের সঙ্গে পরিচিতির সুযোগ রয়েছে
গান ডট আইও
গান ডট আইও সাইটে পার্টটাইম এবং ফুল টাইম রিমোট জব পাওয়ার সুযোগ রয়েছে। সাইটটির মাধ্যমে প্রফেশনাল ও এক্সপেরিয়েন্সড প্রোগ্রামাররা বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পান। সাইটটির মাধ্যমে টেকনিক্যাল কাজের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানা যায়।
এমএএইচ