বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেবে বাক্কো ছবি- সংগৃহীত

ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেবে বাক্কো

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৮, ৫ মার্চ ২০২৫

অন্যান্যবারেও মতো চলতি বছরেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিজনেস প্রোমোশন কাউন্সিলের (বিপিসি) যৌথ উদ্যোগে ফ্রিল্যান্সার টু এন্ট্রেপ্রিনিওর: বিল্ডিং আ সাসটেইনেবল গ্রোথ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিনামূল্যের এই প্রশিক্ষণে ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সার এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

উদ্যোক্তা হওয়ার ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে কর্মশালাটি।

আবেদন করতে ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের অবশ্যই নূন্যতম এক বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ন্যূনতম ৩০০ ডলার আয়ের প্রমাণপত্র দাখিল করতে হবে, এছাড়া আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য ৬ মার্চের মধ্যে (https://forms.gle/amrFK5SKnDPxtHUj9) এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ