ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান থেকে এখন ২৯তম
Published : ১৮:১৮, ২৭ মে ২০২৪
বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান ২ থেকে নেমে ২৯তম অবস্থানে পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সিইও-ওয়ার্ল্ড ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রবন্ধে এ বছর বিশ্বের সেরা ৩০টি ফ্রিল্যান্সার দেশের তালিকা প্রাকাশ করে। সেখানে বাংলাদেশের অবস্থান ২৯তম।
জানা যায়, ২০১৯ সালেও অক্সফোর্ড ইউনভার্সিটির ইন্টারনেট সোসাইটির রিপোর্টে ফ্রিল্যান্সিংয়ে এ বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়তে। গত প্রায় চার বছরে এই অবস্থান থেকে নামতে নামতে ২৯তম-তে এসে ঠেকায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
রিপোর্টে প্রকাশিত তথ্যানুযায়ী, বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট অনুযায়ী দেশটির প্রাপ্ত স্কোর ৯৭.৪৬। এরপর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত এবং ইউকে। তাদের প্রাপ্ত স্কোর ৯৫.৭১ ও ৯৪.৮১। রিপোর্টে ২৯তম স্থান পাওয়া বাংলাদেশের স্কোর ৪৬.৯২। বাংলাদেশের চেয়ে এগিয়ে ২৮তম অবস্থানে পাকিস্তানের স্কোর ৪৮.৫৬। আর সবার নিচে নাইজেরিয়ার স্কোর ৪৫.৯৩।
ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের এমন অধঃপতনের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে আমাদের দক্ষতা অর্জন বা বৃদ্ধি না করা। বলা হচ্ছে, আমরা এখনও এমন সব পরিষেবা দিয়ে থাকি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আরপিএ দিয়ে সহজেই করে ফেলা যায়। ফলে ধীরে ধীরে আমাদের চাহিদা কমছে। ফ্ন্টিয়ার টেকনোলজিতে আমাদের ছেলেমেয়েদের দক্ষতা বৃদ্ধি করতে না পারলে এই চাহিদা আরও কমবে। সংকট নিরসনে অবিলম্বে আমাদের আইটি প্রফেশনালদের নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও বৃদ্ধির কাজে মনোনিয়োগ করতে হবে। সেইসঙ্গে একাডেমিয়া ও সরকারকে এ ব্যাপারে অনেক সিরিয়াস হতে হবে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা।
উল্লেখ্য সিইওওয়ার্লড এর রিপোর্টে বলা হয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ এবং মূলত ভালো ও স্বাধীন কাজের আশায় সবাই এখন ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছে। অনেক মেধাবীরাই এখন আগ্রহী হচ্ছে এই কাজে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো করার কারণ হিসেবে তাদের দক্ষতা এবং ভাষাগত সুবিধাকে কারণ হিসেবে উল্লেখ করা হয় এই রিপোর্টে। পাশাপাশি ভারতীয়রাও এই কাজে যথেষ্ট দক্ষ বিশেষত ইংরেজী ভাষায় তারা যথেষ্ট পারদর্শী হওয়ায় এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে তারা অনেক এগিয়ে এই খাতে।
এছাড়া রিপোর্টের তথ্যানুযায়ী সারাবিশ্বে এখন ফ্রিল্যান্সারের সংখ্যা ১.৫৭ বিলিয়ন। বিশ্বব্যাপী ৩.৩৯ বিলিয়ন ডলারের বাজার তৈরি করেছে এই খাতটি। বর্তমানে গড়ে ফ্র্রিল্যান্সাররা ঘণ্টাপ্রতি ২১ ডলার করে আয় করছে, যেসব ফ্রিল্যান্সারদের ৭০ শতাংশেরই বয়স ৩৫ বা তার নিচে।
এফআই