সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ফিনটেক বিপ্লবে এগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, বাড়ছে গতি

ফিনটেক বিপ্লবে এগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, বাড়ছে গতি

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:৩৩, ২ জুলাই ২০২৪

ইন্টারনেট ও মোবাইল ইন্ডাস্ট্রির দ্রুত অগ্রগতির ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মধ্যবিত্ত শ্রেণীও খুব দ্রুত বড় হচ্ছে এই অঞ্চলে যদিও অর্থনীতি কাঠামোর বাইরে বড় একটি অংশ রয়েছে সেখানে। তবে বিস্ময়কর ব্যাপার হলো সেখানে ফিনটেক ইন্ডাস্ট্রির একটি বড় রকমের বিকাশ ঘটেছে। অবশ্য গত বছর অর্থায়নে এই অঞ্চল-সহ গোটা বিশ্বেই একটু বিপর্যয়ের মতো ঘটনা ঘটলেও খুব শিগগিরই এই অগ্রগতি আবারও ত্বরান্বিত হয়েছে।

বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের সাম্প্রতিক সূত্র অনযায়ী অর্থনৈতিক উদ্ভবনের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া একটি উর্বর ক্ষেত্র বিশেষ করে ডিজিটাল রেডিনেস এবং বাজারে অনন্য গতিশীলতা এটাকে আরও ভালোভাবে পরিচিলিত করছে। এটা সত্য যে, ২০২৩ সালে এই অঞ্চলে খুব ধীরগতিতে আর্থায়ন করা হয়েছে। তবে সেখানকার বর্ধনশীল ডিজিটাল অর্থনীতি, হাই মোবাইল প্রেজেন্টেশন এবং অনাকাঙ্খিত বাজারে অনুপ্রবেশ থেকে বোঝা যায় এই ধীরগতিটা ছিল মূলত ক্ষণস্থায়ী।

এই অগ্রগতিতে শক্তিশালী যে ভীতগুলো কাজ করেছে তার মধ্যে রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর অগ্রগতি। মধ্যবিত্ত শ্রেণীর অগ্রযাত্রাই এই অঞ্চলে। সিঙ্গাপুর সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী ২০৩০ সালের মধ্যে সেখানকার দুই-তৃতীয়াংশ মানুষ মধ্যবিত্ত শ্রেণীতে উঠে আসবে। গুগলের তথ্য অনুযায়ী এটা হলে সেখানকার ইন্টারনেট বাজার আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে যার মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার।

তবে এমন অগ্রগতি সত্ত্বেও এই অঞ্চলে এখনও অনেকেই স্বাভাবিক অর্থনীতির বাইরে আছে। তবে সেখানে মোবাইলের বাজার হার বেশ উচ্চ যা মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি। এই তথ্যগুলো থেকে বোঝা যায় সেখানে ফিনটেক ইন্ডাস্ট্রি ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট এবং অন্যান্য আর্থিক পরিষেবায় একটি বড় ভূমিকা রাখছে। একটি রিপোর্ট থেকে দেখা যায় যে সেই অঞ্চলে ট্র্যানজেকশনের অর্ধেকেরও বেশি হচ্ছে ডিজিটাল উপায়ে। সুতরাং ক্যাশ ট্র্যানজেকশন খুব শিগগিরই সেখানে তেমন কোনও ভূমিকা রাখবে না। আশা করা যাচ্ছে আরও সফল হয়ে উঠবে যখন আগে কিনে পরে মূল্য পরিশোধের মতো স্বল্পকালীন ঋণের মাধ্যমে অর্থনীতির বাইরের মানুষদের এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। কেননা ক্রেতাদের ভেতরে এর প্রতি আগ্রহ রয়েছে।

ফিনটেক নিউজ সিঙ্গাপুরের দেওয়া একটি তথ্য অনুযায়ী সেখানে দ্রুত বর্ধনশীল বড় বড় ফিনটেক কম্পানিগুলো জানিয়েছে, সিঙ্গাপুরের ডিজিটাল ইকোনমি এবং স্টার্টআপগুলো সেখানকার গতানুগতিক শিল্পগুলোকে নতুন ভাবে সাজাচ্ছে এবং নতুন সম্ভাবনা তৈরি করছে।

পাশাপাশি ইন্দোনেশিয়াতেও ফিনটেক অর্থনীতিতে বেশ এগিয়ে যাচ্ছে। এটি সিঙ্গাপুরের পরে দ্বিতীয় বৃহত্তম ফিনটেক হাবে পরিণত হয়েছে। ব্যাংক হিসাববিহীন মানুষের সংখ্যার দিক দিয়ে দেশটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম। সেখানে খুব দ্রুত ফিনটেকের বিকাশ ঘটছে।

সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামও ফিনটেকের একটি সম্ভাবনাময়পূর্ণ দেশ। এসব দেশগুলোতেও ফিনটেকে বিনিয়োগের বেশ সম্ভানা রয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ