সোমবার; ১৪ এপ্রিল ২০২৫; ১ বৈশাখ ১৪৩২

রবি ও এয়ারটেল অ্যাপে পিন ছাড়াই বিকাশ থেকে রিচার্জ সুবিধা ছবি- সংগৃহীত

রবি ও এয়ারটেল অ্যাপে পিন ছাড়াই বিকাশ থেকে রিচার্জ সুবিধা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৩, ১২ এপ্রিল ২০২৫

এখন মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে বিকাশ অ্যাকাউন্টকে যুক্ত করে গ্রাহকরা পিন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে টক-টাইম, ইন্টারনেটসহ অন্যান্য সেবার পেমেন্ট করতে পারছেন। পাশাপাশি, পছন্দের পেমেন্ট পার্টনার হিসেবেও বিকাশকে যুক্ত করা হয়েছে মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ দুটিতে।

এদিকে, মাই রবি অ্যাপ থেকেই বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবাও সম্প্রতি শুরু হয়েছে।

উদ্ভাবনী এই সেবাগুলো গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও ঝামেলাহীন করে তুলবে। গ্রাহকরা বিকাশকে একবার পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করে নিলে ওটিপি বা পিন ছাড়াই ওয়ান-ক্লিকে ডিজিটাল কনসেন্ট দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি, বিকাশ অ্যাপের আমার বিকাশ অপশনে রবি ও এয়ারটেল গ্রাহকরা রবির ইজি প্ল্যান ও এয়ারটেলের মাই প্যাক থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অফার বেছে নিতে পারবেন।

এছাড়া মাই রবি অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন রবি গ্রাহকরা। মাই রবি অ্যাপের সার্ভিস সেকশনে এখন থেকে বিকাশ রেজিস্ট্রেশন নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকরা মাত্র এক ক্লিকেই বিকাশের গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি পূরণ করতে হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ