শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

ঈদের ডিজিটাল সালামি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঈদের ডিজিটাল সালামি

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ২৩:২৬, ৩১ মার্চ ২০২৫

গেলো কয়েক বছর ধরে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ঈদের সালামি দেওয়ার প্রচলন তৈরি হয়েছে। হালে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। প্রযুক্তির এই আশীর্বাদ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে ‍তুলেছে।  

এবার বিকাশ ডিজিটাল সালামি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। বিকাশ ২০২১ সালে বিকাশ তাদের অ্যাপে ঈদ সালামি এবং ঈদ শুভেচ্ছা অপশন দুটি চালু করে।

শুভেচ্ছা কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে, তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাব দেখা যাবে। সেখানে থাকা ঈদ সালামি বা ঈদ মোবারক অপশনগুলো থেকে যেকোনও একটি নির্বাচন করতে হবে।

এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে।  বিকাশ অ্যাপে সংযুক্ত রয়েছে ঈদের আনন্দ ঘরে ঘরে সালামি দিলাম বিকাশ করে অথবা এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি।  ঈদ মোবারক।

গ্রাহকেরা চাইলে এই মেসেজ দুটি রাখতে পারেন অথবা নিজের পছন্দমতো নতুন মেসেজ লিখে দিতে পারেন।  বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয়, যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পারবেন।  পরের ধাপে বিকাশ পিন দিলেই শুভেচ্ছা বার্তাসহ সেন্ড মানি করা হয়ে যাবে।

যে গ্রাহক শুভেচ্ছা বার্তা বা ঈদ সালামি পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ এবং মেসেজ দেখতে পাবেন।

এছাড়া নগদ প্ল্যাটফর্মেও ডিজিটাল সালামি পাঠানো যাচ্ছে।

এছাড়া রকেট, উপায়- এর মাধ্যমে যেকোনও অঙ্কের টাকা পাঠানোর মাধ্যমে ডিজিটাল সালামি দেওয়া সম্ভব। 

এমএএইচ

শেয়ার করুনঃ