শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

বিকাশ নগদ রকেট উপায়ে লেনদেন সীমা বাড়লো ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিকাশ নগদ রকেট উপায়ে লেনদেন সীমা বাড়লো

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:৩৯, ২৮ মার্চ ২০২৫

মোবাইল আর্থিক সেবায় লেনদেনের সীমা (দৈনিক ৫০ হাজার টাকা) বাড়ানো হয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপন মতে, এখন থেকে বিকাশ, নগদ ও রকেট-সহ অন্যান্য মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) গ্রাহকরা এখন থেকে দৈনিক ও মাস ভিত্তিতে আগের চেয়ে বেশি টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন।   এছাড়া এসব হিসাবে গ্রাহকরা পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন, আগে যা ছিল সর্বোচ্চ তিন লাখ টাকা।  অপরদিকে লেনদেন সংখ্যার সীমাও প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন বলছে, এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তি হিসাবে আগে দিনে ৩০ হাজার টাকা জমা দেওয়া যেত, এখন এই সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। একইভাবে প্রতি মাসে একজন গ্রাহক এজেন্ট পয়েন্ট থেকে দুই লাখ টাকা জমা করতে পারতেন, এখন তা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।

এজেন্ট পয়েন্ট থেকে আগে একজন গ্রাহক সর্বোচ্চ ২৫ হাজার টাকা উত্তোলন করতে পারতেন।  এই সীমা বাড়িয়ে এখন ৩০ হাজার টাকা করা হয়েছে। একইভাবে প্রতি মাসে এজেন্ট পয়েন্ট থেকে আগে একজন গ্রাহক সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারতেন।  সেই সীমা বাড়িয়ে এখন দুই লাখ টাকা করা হয়েছে।

এজেন্ট পয়েন্ট ছাড়া মোবাইল অ্যাপ ব্যবহার করে একজন এমএফএস হিসাবধারী আরেকজন ব্যক্তি হিসাবধারীকে দিনে ২৫ হাজার টাকা পাঠাতে পারতেন।  এখন থেকে দিনে এক গ্রাহক অন্য গ্রাহক হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন।  একইভাবে প্রতি মাসে একজন হিসাবধারী তিন লাখ টাকা অন্য হিসাবধারীকে পাঠাতে পারবেন।  

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত জানুয়ারিতে এসব সেবায় লেনদেন হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা। এর আগে ডিসেম্বরে লেনদেন হয়েছিল ১ লাখ ৬৪ হাজার ৭৩৯ কোটি টাকা।  ২০২২ সালের এপ্রিলে এসব সেবায় প্রথমবারের মতো লেনদেন এক লাখ কোটি টাকা ছাড়িয়েছিল। মোবাইলের মাধ্যমে প্রতিদিনের গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৭ কোটি টাকায়।

এমএএইচ

শেয়ার করুনঃ