শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

বিকাশের মাধ্যমে কিস্তিতে কেনা যাবে নকিয়া মোবাইল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিকাশের মাধ্যমে কিস্তিতে কেনা যাবে নকিয়া মোবাইল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:৫২, ২৩ মার্চ ২০২৫

ধরা যাক, আপনি একজন বিকাশ গ্রাহক। নিয়মিত বিকাশ ব্যবহার করেন। কিন্তু এই মুহূর্তে আপনার বিকাশে কোনও টাকা নেই। একটি মোবাইল ফোন কেনা খুবই প্রয়োজন। হাতেও কোনও টাকা নেই। কারও কাছে থেকে ঋণ করবেন, সেটাও পারছেন না। এমন সময় পাশে এসে দাঁড়াতে পারে বিকাশ। বিকাশ পে লেটার সেবা ব্যবহার করে আপনি কিনতে (কিস্তিতে) পারেন স্মার্টফোন। এজন্য বিকাশের সাথে পার্টনারশিপ করেছে সিটি ব্যাংক পিএলসি ও সেলেক্সট্রা লিমিটেড।

এই পার্টনারশিপের ফলে গ্রাহকরা এখন বিকাশ পে লেটার সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক পিএলসি আর ডিভাইসের প্রাপ্যতা নিশ্চিত করবে বাংলাদেশে নকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড।

পার্টনারশিপের বিষয়ে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বিকাশ পে লেটার সেবার মাধ্যমে গ্রাহকরা এখন মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহারে সুযোগ পাবেন।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, এই উদ্যোগটিতে অর্থায়ন করতে পেরে আমরা আনন্দিত। বিকাশ পে লেটারের মাধ্যমে স্মার্টফোনকে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা হলো।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, এই পার্টনারশিপ দেশজুড়ে উচ্চমানের স্মার্টফোনের সহজলভ্যতা বাড়াবে। বিকাশ পে লেটারের গুণে এবং সিটি ব্যাংকের অর্থায়নের মাধ্যমে গ্রাহকরা এখন আরও সংযুক্ত এবং কার্যকর থাকার জন্য প্রয়োজনীয় ডিভাইসের মালিক হতে পারেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবালের কান্ট্রি ম্যানেজার কাজি আল আমিন।

এমএএইচ

শেয়ার করুনঃ